UP Global Investors Summit 2023: বদল এসেছে উত্তরপ্রদেশে, ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির!

।। প্রথম কলকাতা ।।

UP Global Investors Summit 2023: বিগত দিনে উত্তরপ্রদেশে বিনিয়োগ করতে চায়নি শিল্পপতিরা। এবার সেই রাজ্যেই ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা! নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? শুক্রবার লখনৌয়ে ‘উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর্স সামিট’-এর উদ্বোধন করে যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর বক্তব্য, কয়েক বছর আগে পর্যন্ত যোগী রাজ্যকে ‘বিমারু’ রাজ্য বলা হত। কেউ এই রাজ্যের পক্ষ থেকে সেভাবে কোনও আশা রাখত না। কিন্তু বর্তমানে সেই রাজ্যের ছবি পাল্টে গিয়েছে। এখন উত্তরপ্রদেশ (UP) ভালো প্রশাসন ও উন্নয়নের জন্য পরিচিত। যে কারণে এখন বিনিয়োগকারীদের দেখা মিলছে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানিয়েছেন, জিও উত্তরপ্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২৩-এর ডিসেম্বরের মধ্যে 5G পরিষেবা পৌঁছে দেবে। আগামী চার বছরে রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের। যার জেরে ১ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে রাজ্যে। এদিন লখনৌতে ‘UP Global Investors Summit 2023’ উদ্বোধন করেছেন নমো। অনুষ্ঠানে হাজির ছিলেন ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল (Anandiben Patel), প্রতিরক্ষা মন্ত্রী এবং লখনৌয়ের সাংসদ রাজনাথ সিং (Rajnath Singh) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং টাটা গ্রুপের চেয়ারম্যান।

বক্তব্যে কুমার মঙ্গলম বিড়লা রাজ্যে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। অন্যদিকে টাটা গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, উত্তরপ্রদেশে উন্নয়ন হবার সম্ভাবনা রয়েছে প্রবল। ইতিমধ্যেই রাজ্য কৃষিক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছে। এখনকার জনগণ রাজ্যের সবথেকে বড় শক্তি। ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে বড় ভূমিকা রেখেছে যোগী রাজ্য। তাঁর বক্তব্য, এই রাজ্যে টিসিএস নিজের কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে বাজেটের প্রসঙ্গ মনে করিয়ে দেন মোদী। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর কথায়, পরিকাঠামো উন্নয়নে যেভাবে বাজেটে বরাদ্দ করা হয়েছে, তা দেশে ব্যবসার সুযোগকে আরও বেশি করে বাড়িয়ে দেবে। তাঁর বক্তব্য, দেশের প্রগতিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরপ্রদেশ। দেশের মোবাইল উৎপাদনের ৬০ শতাংশ হয় এ রাজ্যে। এছাড়া কৃষি, মৎসপালন, ডেয়ারির মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে এখানে। এক কথায় তিনি বোঝাতে চেয়েছেন, উত্তরপ্রদেশের চিত্র এখন পাল্টে গিয়েছে যোগীর আমলে। আর তাতেই এত কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন মুকেশ আম্বানি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version