Chandrayaan-3: চন্দ্রযান ৩ বড় আপডেট! বাংলার ছেলে নীলাদ্রীর অবদান জানেন, খবর দিল ইসরো

।। প্রথম কলকাতা ।।

Chandrayaan-3: চন্দ্রযান ৩ চাঁদের কত কাছাকাছি পৌঁছল? বড় আপডেট দিয়ে দিল ইসরো, এই মিশনে বাংলার ছেলে নীলাদ্রি কত বড় অবদান জানেন? ঠিক কোন তারিখে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩? মহাকাশে চন্দ্রযানের বর্তমান অবস্থা কেমন? কোনও বিপত্তি ঘটল না তো? আর ঠিক কত দুরত্ব পাড়ি দিলে চাঁদের মাটি ছুঁতে পারবে চন্দ্রযান ৩? এবার এ সবের জবাব দিয়ে দিল ইসরো। জানানো হল চন্দ্রযান ৩-র ‘হেলথ আপডেট’।

আপনি সেই আপডেট জানার আগে জেনে নিন চন্দ্রযান ৩ এ বাংলার এই ছেলেটার কত বড় অবদান।য়চাঁদকে ছুঁতে যাওয়ার এই মিশনে যুক্ত ছিলেন মছলন্দপুরের নকপুল এলাকার বাসিন্দা বছর ৩১-এর যুবক নীলাদ্রি মৈত্র। রাজবল্লভপুর হাইস্কুলের ছাত্র নীলাদ্রি প্রায় ১০ বছর ধরে এয়ার স্পেস কাম সায়েন্টিস্ট পদে চাকরি করছেন। উচ্চ মাধ্যমিক পাস করার পর খড়গপুর IIT তে ভর্তি হন নীলাদ্রি। পরবর্তীতে বি টেক পড়তে কেরালায় পাড়ি দেন। নীলাদ্রীর বাবা এমনটাও জানিয়েছেন চন্দ্রযান অভিযানের জন্য টানা ১১ দিন ছেলের মুখ দেখতে পাননি তারা কেউই।

এদিকে ইসরো জানাচ্ছ, এখনও পর্যন্ত চন্দ্রযান ৩-এর ‘স্বাস্থ্য’ ভালো রয়েছে।ৎকোনও ধরণের বিপত্তি ঘটেনি এখনও পর্যন্ত। তাহলে সাফল্যের থেকে কতটা দূরে রয়েছে এই মহাকাশযান? LVM3 রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩। এই মহাকাশযানটির চাঁদে পৌঁছতে সময় লাগবে প্রায় ৪০ দিন মতো। আগামী ২৩- ২৪ অগাস্টের মধ্যে তা ল্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে এই চন্দ্রযানটি। দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে এখনও পর্যন্ত চাঁদের এই অংশে পৌঁছতে পারেনি কোনও দেশই। জানেন কি? ইতিমধ্যেই ভারতকে এই মিশনের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছে নাসা সহ বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলি। যদি চন্দ্রযান ৩ সফল হয় সেক্ষেত্রে চাঁদ থেকে তা বহু ছবি পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে ফলে চাঁদের অনেক রহস্যই খুলে যাবে এবার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version