।। প্রথম কলকাতা ।।
Weather update: আপাতত আর জাকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। পৌষ সংক্রান্তিতে হার কাঁপানো শীতের সম্ভাবনা খারিজ করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকবে শহরে। সকালে হালকা ধোঁয়াশা (Fog) বা কুয়াশা দেখা গেলেও পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বুধবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬..৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩১ থেকে ৯২ শতাংশ।
বুধবার উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সর্তকতা থাকবে। শীতল দিনের পরিস্থিতি রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে পার্বত্য অঞ্চল। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা সতর্কতা জারি রয়েছে আগামী সাতদিন।
শীতের (winter) আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবার এর পর থেকে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম