।। প্রথম কলকাতা ।।
Weather update: দক্ষিণবঙ্গে বড়দিনের উৎসবের রং থাকলেও শীতের আমেজ সেভাবে ছিল না। দিনের বেলা সর্বনিম্ন তাপমাত্রা ১৭ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। শীত বস্ত্র চাপিয়ে ঘুরে বেড়ানোর কোনো দরকারই পারেনি। সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হয়েছে মাত্র। খালি উত্তরবঙ্গে জাকিয়ে ঠান্ডার সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য সবদিক থেকেই চোখে পড়ার মতো ছিল।
রবিবার কলকাতা( Kolkata)এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আবেগকে আদ্রতা ছিল ৯৪%। সোমবারও তাপমাত্রার এই আচমকা বৃদ্ধি অব্যাহত থাকবে। ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্জাল থাকবে। সর্বোচ্চ এবং সার্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ১৮ডিগ্রির আশে পাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় যখন উষ্ণতার ছোঁয়া তখন উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা। পাহাড় থেকে সমতল সর্বত্র শীতের (Winter)আমেজ। সিকিমের লাচেন এবং দার্জিলিংয়ের টাইগার হিলে বরফ পড়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। বছরের শেষ দুদিন হয়ে ঠান্ডা বাড়বে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ বর্ষা বিদায় এবং বর্ষবরণে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা ।বুধবার পর্যন্ত এরকম থাকবে আবহাওয়া। বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে শীতের আমেজ। স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম