Samsung Mobile: স্যামসাং মোবাইল ফোন ব্যবহারকারীদের সাবধান করল কেন্দ্র, কিন্তু কেন ?

।। প্রথম কলকাতা ।।

Samsung Mobile: স্য়ামসাং ব্যবহারকারীদের সতর্কতা জারি করল কেন্দ্র। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এর নিরাপত্তা উপদেষ্টা লক্ষ লক্ষ স্যামসাং গ্যালাক্সি ফোনে একাধিক দুর্বলতা ধরা পড়েছে। যা দেখা যাচ্ছে পুরনো এবং নতুন উভয় মডেলেই। এককথায় বলা ভালো, স্যামসাং (Samsung) ফোন ব্যবহার করলেই ঘটতে পারে বড়সড় বিপদ। বিশেষ নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, স্যামসাং ব্যবহারকারীদের ফোন হ্যাক করে হাতিয়ে নেওয়া হচ্ছে তথ্য। কারণ বেশ কয়েকটি ত্রুটি রয়ে গিয়েছে স্যামসাংয়ের ফোনের নিরাপত্তা ব্যবস্থায়। সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে হ্যাকাররা। তবে এই সমস্যা থেকে কীভাবে মুক্তি মিলবে সেই উপায়ও বাতলে দিয়েছে কেন্দ্র।

CERT-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড সংস্করণ ১১, ১২, ১৩ এবং ১৪-এর দুর্বলতাগুলি হ্যাকারদের সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে নির্বিচারে কোড চালানোর সুযোগ করে দিচ্ছে। এর ফলে অজান্তেই একজন হ্যাকার আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে। এই কথা মাথায় রেখেই এই সতর্কতা জারি করেছে সিইআরটি।

উল্লেখ্য, এর থেকে বাঁচতে জানানোর উপায় হিসাবে বলা হয়েছে, সিইআরটি স্যামসাং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্মওয়্যারগুলি আপডেট করতে হবে। এই পদক্ষেপ না করলে, স্যামসাং ফোনের মডেলগুলি হ্যাকারদের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version