মাছ নিয়ে পালাচ্ছে বিড়াল, ভাইরাল ছবির রহস্যটা কী জানেন?

।। প্রথম কলকাতা ।।

বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোঁব না কাশি যাবো। বারো মাসে একাদশী বিশ্বনাথের প্রসাদ পাব। বাংলার লোকগানে সেই বিড়াল তপস্বীর কথা আমরা অনেকেই শুনেছি। তবে বাস্তবে মাছ বিড়ালের খুবই পছন্দের। আপনিও বলবেন, বিড়ালকে মাছ আগলাতে বলা আর চোরের জন্য ঘর খুলে রাখা দুইই সমান। কিন্তু ঘটনা হল, মাছ চুরির অভিযোগে এমনই এক বিড়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ছবি রীতিমতো ভাইরাল। মানছি, যে মাছটি বিড়াল চুরি করেছে তা বেশ বড় আকারেরই। কিন্তু তা বলে তাকে পুলিশ অ্যারেস্ট করবে? এটা কি মেনে নেওয়া যায়! আপনিই বলুন!আসলে ঠিক কি ঘটেছে? চলুন সেটা জেনে নেওয়া যাক।

ছবিটা হয়তো আপনিও দেখেছেন। সেটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। সেই ছবিকে ঘিরে ব্যাপক হইচই শুরু হয়েছে। অনেকেই বিড়ালেরই পক্ষ নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, বাজার থেকে এক বিড়াল দুই হাতে মাছ ধরে দৌড়াচ্ছে। পেছনে দোকানদাররা তাড়া করেছে। এরপর অন্য এক ছবিতে দেখা যাচ্ছে, সেই বিড়ালকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত কয়েক দিনে ফেসবুক ঘাঁটলেই ছবিগুলি ভেসে আসছে। আপনার মনে এবার প্রশ্ন জাগবে, এই ছবিগুলি কোথাকার? কোন বাজারে ঘটলো এমন ঘটনা? পুলিশে ধরার পর কী হল বিড়ালটির? তাকে কি আদালতে পেশ করা হয়েছিল? আপনাকে জানাই, এই ছবিগুলি আসল নয়। মূলত এই ছবিগুলো এইআই জেনারেটেড।অর্থাৎ, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে বানানো হয়েছে। ছবির রহস্য জানার পর থেকেই আপনার মনে হয়ত এই বিষয়টিই তাড়া করছে, তাহলে বাস্তব কোনটা আর কোনটাই বা কৃত্রিম। তা বুঝবেনই বা কেমন করে! এআই কি এতটাই এগিয়েছে যে তা বাস্তবের চেয়েও চমৎকার! অনেক ক্ষেত্রে তাই-ই।

আসলে প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে সবকিছু।প্রযুক্তির ছোঁয়া লেগেছে সবখানে। বিড়ালের ছবিগুলো তো বিনোদনের উৎস মাত্র। প্রতি নিয়ত প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ। বদলে যাচ্ছে গতানুগতিকতা। বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। কিছু কিছু প্রযুক্তির উৎকর্ষ মানুষের কল্পনাকেও ছাপিয়ে গেছে। প্রতি দশকেই মানুষের প্রাযুক্তিক উন্নয়ন বিস্ময় সৃষ্টি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সবচেয়ে বিপ্লবী প্রযুক্তিগুলির মধ্যে একটি। যা দিয়ে যে কেউ সহজে এই প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করতে পারে। আসলে এআই সিস্টেমগুলি নির্দিষ্ট কাজ করার জন্য অ্যালগরিদম এবং পরিসংখ্যানগত মডেলের একটি সেটের ওপর নির্ভর করে। এই অ্যালগরিদমগুলি অনেক বড় ডেটাসেট থেকে বিশ্লেষণ এবং তা থেকে শেখার জন্য ডিজাইন করা হয়েছে। তা এআই সিস্টেমকে অনুরুপ প্যাটার্ন সনাক্ত করতে এবং সেই ডেটার ওপর ভিত্তি করে আউটপুট বের করতে সাহায্য করে। সিস্টেমের যত বেশি ডেটা অ্যাক্সেস করা যায়, সঠিক আউটপুট বের করার ক্ষেত্রে এটি তত ভাল হয়। এআই এর মূল উপাদানের মধ্যে একটি হল মেশিন লার্নিং। যা মেশিনকে ডেটা থেকে শেখার জন্য ব্যাবহৃত হয়। সেই প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে বিড়ালের এই ছবিগুলি। তাহলেই বুঝুন, এই ছবির পেছনে লুকিয়ে রয়েছে কত কি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version