।। প্রথম কলকাতা ।।
Marijuana : গাঁজা (Marijuana) বলতেই বেশিরভাগ মানুষের মনে গেঁথে রয়েছে মাদকের ধারণা। বহু মানুষের কাছে গাঁজা মূলত মাদক হিসেবে ব্যবহৃত হয়। গাঁজা মাদক নাকি ওষুধ এই নিয়ে বহু গবেষণা হয়েছে। গাঁজা শুধুমাত্র মাদক হিসেবে নয়, বহু ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়। বহু বিশেষজ্ঞ গাঁজাকে এক ধরনের ওষুধ বলে মনে করেন। বহু দেশে চিকিৎসার কাজে গাঁজা ব্যবহারের চল রয়েছে।
(১) আসলে গাঁজা (Marijuana) এমন একটি উদ্ভিদ যার পাতায় রয়েছে বিশেষ উপাদান। যা মৃগী রোগের চিকিৎসার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বেশিরভাগ মানুষের কাছে গাঁজা হল নেশার একটি উপকরণ। তবে বিভিন্ন রোগ থেকে অসুস্থ ব্যক্তিকে বাঁচাতে কিংবা মানসিক রোগের চিকিৎসাতেও গাঁজার ব্যবহার করা হয়ে থাকে।
(২) গাঁজাতে রয়েছে টেট্রাহাইড্রোক্যানাবিনোল, যা মস্তিষ্কে সুখকর অনুভূতি সৃষ্টি করে এবং মানুষের খিদে নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের গবেষণা অনুযায়ী, গাঁজায় থাকা বিশেষ উপাদান মৃগী রোগীকে সাহায্য করতে পারে। ঠিক একই বিষয়ে এই গবেষণা প্রকাশ করেছিল বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল অফ ফার্মোকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স।
(৩) গবেষণায় দেখা গিয়েছে গ্লুকোমা রোগের চিকিৎসায় গাঁজাতে থাকা বিশেষ উপাদান ব্যবহার করা হয়। মারিজুয়ানা মানুষের মস্তিষ্ককে দ্রুত নিষ্ক্রিয় হওয়ার হাত থেকে রক্ষা করে। যার কারণে কমে আলঝাইমারের ঝুঁকি। কিন্তু বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলে দিয়েছেন, মারিজুয়ানা ওষুধ হলেই তবে রোগ সারবে। নিয়ন্ত্রণহীন আসক্তির পণ্য হলে একেবারেই নয়। সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।
(৪) গবেষণায় দেখা গিয়েছে, মারিজুয়ানা মস্তিষ্ককে সুস্থ রাখে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। সাধারণত ক্যানসার রোগীদের সুস্থ করে তুলতে কেমোথেরাপি ব্যবহার করা হয়। যার বহু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। মারিজুয়ানা এই পার্শ্ব প্রতিক্রিয়া জনিত ক্ষতি কমাতে সাহায্য করে।
(৫) যখন ডায়াবেটিস চরম রূপ নেয় তখন অনেক সময় রোগীরা শরীরের নানা স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করে। গবেষণা অনুযায়ী, গাঁজাতে থাকা বিশেষ উপাদান সেই যন্ত্রণা লাঘব করতে পারে।
(৬) মানুষের স্নায়ুতন্ত্রে বিশেষ ক্ষতি হলে তাকে বলা হয় মাল্টিপল স্কলেরোসিস। এই স্নায়ু রোগ সারাতে চিকিৎসায় গাঁজার ব্যবহার করা হয়।
গাঁজা যতই স্বাস্থ্যকর হোক না কেন, আসলে এর ব্যবহারের উপর নির্ভর করছে মানুষ কিভাবে তা গ্রহণ করছেন। এটি সাধারণত মাদক হিসেবেই পরিচিত। মাদক হিসেবে গাঁজা ব্যবহার করেন ব্যবহার করলে সমস্যা আরো বেড়ে যাবে। এটি ঔষধি গুণ সম্পূর্ণ , কিন্তু সাময়িক এবং পরিমিত ব্যবহারে। নেশা বা মাদক হিসেবে ব্যবহার করলে পরিণতি হবে ভয়ঙ্কর। যা পরবর্তিতে বিপদ ডেকে আনতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম