Cancer Vaccine: আসছে ক্যানসারের ভ্যাকসিন, এক টিকাতেই বাঁচবে প্রাণ !

।। প্রথম কলকাতা ।।

Cancer Vaccine: ক্যানসার এমন একটা রোগের নাম, যার নাম শুনলে মানুষ ভয়ে আঁতকে ওঠেন। যার ১০০ শতাংশ কার্যকরী ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। প্রাথমিকভাবে ক্যানসার (Cancer) ধরা না পড়লে রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান। ক্যানসার ভয়ের প্রধান কারণ এই রোগের কার্যকর চিকিৎসার অনুপস্থিতি। ভারতের মতো দেশে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর লক্ষাধিক মানুষ প্রাণ হারান। ক্যানসার রুখতে বিজ্ঞানীরা কিন্তু থেমে নেই। নানান ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন যাতে বাজারে ক্যানসারের কার্যকরী কোন ওষুধ আনা যায়। এই প্রতিবেদনে রয়েছে ক্যানসার সংক্রান্ত একটি সুখবর, যা শুনলে আপনি কিছুটা স্বস্তি অনুভব করবেন।

ক্যানসারের একটি কার্যকর ভ্যাকসিন (Vaccine) তৈরি করা হয়েছে। এই প্রথম এমন একটি ভ্যাকসিন তৈরি করা হয়েছে, যার একটি ডোজ গ্রহণের পরে ক্যানসার রোগীদের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ কমে যাবে। বিশেষজ্ঞ মহল মনে করছে, ক্যানসারের চিকিৎসায় এই ভ্যাকসিন ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে উঠবে। কয়েক মাস আগে ভারতের রীতিমত হইচই পড়ে গিয়েছিল জরায় মুখ ক্যানসারের টিকা নিয়ে। বলা হয়েছিল আর কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মেড ইন ইন্ডিয়া এই টিকাটি বাজারে চলে আসবে। এই বিশেষ টিকাটি তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং দ্যা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। সেরাম কর্মকর্তারা জানিয়েছিলেন যে এই টিকার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে। এসবের মাঝে আবার নতুন করে আশা জাগালো নতুন এক ক্যানসারের টিকা (Cancer Vaccine)।

এই ভ্যাকসিন তৈরিতে Moderna Pfizer-এর করোনা ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভ্যাকসিন ব্যবহারের ফলাফল অনুসারে, এটি ত্বকের ক্যানসারের পুনরাবৃত্তি বা এর কারণে মৃত্যুর ঝুঁকি ৪৪ শতাংশ হ্রাস করবে। পরীক্ষার সময় ১৫৭ জন ক্যানসার রোগীর উপর ওষুধ ব্যবহার করা হয়েছিল এবং তাদের টিকা দেওয়া হয়েছিল। এই রোগীরা ক্যানসারের শেষ পর্যায়ে পৌঁছেছিলেন।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এমআরসি সিনিয়র ক্লিনিক্যাল ফেলো করেসপন্ডেন্ট কলোরেক্টাল সার্জন প্রফেসর অ্যান্ড্রু বেগস-এর মতে, এই ভ্যাকসিন ক্যানসার চিকিৎসার জগতে একটি বড় গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে। এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version