পুজোয় কলকাতা ভাসাবে তেজ ঘূর্ণিঝড়! সপ্তমী – দশমীর আবহাওয়ার আপডেট জানুন

।। প্রথম কলকাতা ।।

একনাগাড়ে টানা বৃষ্টি চলছে! ভাবতে পারছেন? সপ্তমী -অষ্টমী বা নবমীর রাতে যদি এরকম ঢেলে বৃষ্টি হয়! কোথায় রাস্তায় ধস, কোথায় নদীর জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবৎআবহাওয়া দফতর মোটেও ভালো খবর শোনাচ্ছে না। পুজোর চারটে দিনেও কি তাহলে রেহাই নেই? দুর্গাপুজোয় এবার চরম ভোগাবে ঘূর্ণিঝড়? মা দুর্গার সাথে সাইক্লোন তেজ সত্যিই কি আসছে? দফায় দফায় ভারী বৃষ্টি । পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যিই চিন্তা বাড়াচ্ছে।

আগামী ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাধতে চলেছে। সেটি তার পর উত্তর-পশ্চিম দিকে সরে আসবে বঙ্গোপসাগরে এসে নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে। তা থেকেই কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে? এদিকে লাগাতার বৃষ্টিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস। শ্বেতিঝোরায় রাস্তার একটা অংশ তলিযে গিয়েছে।বন্ধ যান চলাচল। অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় সাঁইথিয়ায় ফেরিঘাট ভেঙে বিপত্তি। ফুলে ফেঁপে উঠেছে নদী। এরমধ্যে পুজোতে তাণ্ডব দেখাতে আসছে ঘূর্ণিঝড়?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা তার জেরেই আশ্বিনের শুরুতেও বৃষ্টির দাপট। কিন্তু তা বলে কি দুর্গাপুজো রেহাই পেল না? আগামী ২৯ শে সেপ্টেম্বর যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তা থেকে ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না এখনই নিশ্চিত করে বলতে পারছে না। হাওয়া অফিস তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও পশ্চিমবঙ্গের উপকূলে তার কী প্রভাব পড়বে, কোন অভিমুখে তা এগোবে এখনও কিছুই স্পষ্ট নয় তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়ের জন্ম হলে পুজোর আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ।

আজও উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদায়। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। তবে পুজোয় কী পরিস্থিতি থাকবে তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version