Mamata Banerjee: ‘গণতন্ত্রের বাইপাস সার্জারি’…মহুয়া প্রসঙ্গে মন্তব্য মমতার

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: ‘মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের খবর আসতেই কার্শিয়াঙে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিষ্কারের পরই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে ভোটে দাঁড় করানো নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন …

বিজেপি তাঁকে ভোটে পরাজিত করতে না পেরে, আত্মপক্ষ সমর্থনের না দিয়ে, ৪৯৫ পাতার রিপোর্ট পাঠিয়ে আধ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নি। এমনকী বিরোধী দলের সাংসদদের পড়তে দেওয়া হয়নি এথিক্স কমিটির রিপোর্ট। যেভাবে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে বহিষ্কার করা হল, তাতে স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিল। দল মহুয়া মৈত্রের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা সুবিচার চেয়েছিলাম। আর মাত্র ২-৩ মাস বাদেই ভোট। এর থেকেই বোঝা যায় বিজেপি কতটা প্রতিহিংসাপরায়ণ।”

মহুয়াকে টিকিট না দেওয়ার কোনও কারণ আমি তো এখনও অবধি দেখতে পারছি না। ওকে (পড়ুন মহুয়া মৈত্র) দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতিও করা হয়েছে। যা হয়েছে তা তো ধ্বনি ভোটে হয়েছে। হাত তুলে ভোট, চেঁচিয়ে ভোট আর কি! কোনোরকম বলার সুযোগ না দিয়ে …এটাও রেকর্ড থাকবে। ওরা তো গণতন্ত্রের বাইপাস সার্জারি করে দিল। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version