Second Hand Laptop: পুরনো ল্যাপটপ, স্মার্টফোন কিনছেন? খেয়াল রাখুন এই বিষয়গুলি, না হলে ঠকে যাবেন

।। প্রথম কলকাতা ।।

Second Hand Laptop: আপনি কি পুরনো স্মার্টফোন (Smartphone) কিংবা ল্যাপটপ (Laptop) কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। যদি পুরনো ল্যাপটপ বা ফোন কেনেন তাহলে অবশ্যই কিছু বিষয় সতর্ক থাকুন, না হলে ঠকে যেতে পারেন। বর্তমান দিনে ল্যাপটপ অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বাজারে কুড়ি হাজার থেকে লাখ টাকার পর্যন্ত ল্যাপটপ পাওয়া যায়। কিন্তু কোনটা ভালো এবং কোনটা খারাপ তা বোঝা মুশকিল। অনেকেই আছেন যারা টাকার অভাব বা অন্যান্য অসুবিধা কারণে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে কাজ চালিয়ে নেন, কিন্তু অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

(১) যে কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়ার আগে এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক অংশগুলি পরীক্ষা করে নিন। অভ্যন্তরীণ বলতে ল্যাপটপের সংযোগ বোঝায়। ল্যাপটপের সমস্ত পোর্ট এবং ক্যামেরা (যদি থাকে) চেক করতে ভুলবেন না। ল্যাপটপ বেছে নেওয়ার আগে ল্যাপটপের স্পেসগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এটি কিনুন। যদি পেশাদার কাজের জন্য ল্যাপটপ প্রয়োজন হয়, তাহলে এটির সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ভালো ভাবে চেক করে নেবেন।

(২) ল্যাপটপ কেনার সময় অবশ্যই বিক্রেতার সম্পর্কে জেনে নিন। সর্বদা অনুমোদিত দোকানের ওয়েবসাইট থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনুন। যাতে এটিতে কোনও সমস্যা হলে আপনি সহজেই দোকানে যোগাযোগ করতে পারেন। অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে দোকানদার বা দোকান বা ওয়েবসাইটও গ্রাহকদের গ্যারান্টি দিয়ে থাকে। এই ধরনের ল্যাপটপ নেওয়া আপনার জন্য আরও উপকারী হতে পারে, যাতে এটিতে কোনও সমস্যা থাকলে গ্যারান্টি দাবি করতে পারেন।

(৩) সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়ার সময় ব্যাটারি ব্যাকআপ চেক করে নেবেন। কারণ ব্যাটারি দ্রুত ফুরিয়ে গেলে ল্যাপটপটি আপনার কোন কাজে আসবে না। এমন ল্যাপটপ কিনুন যার ব্যাটারি ১৫ মিনিট ব্যবহারের পরে ৫০% এর কম না হয়। অর্থাৎ যদি ল্যাপটপটি সম্পূর্ণভাবে চার্জ করা হয়, তবে এর ব্যাটারি স্বাভাবিক ব্যবহারে ৮০ শতাংশ পর্যন্ত থাকা উচিত।

(৪) যখনই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাবেন তখন এমন কাউকে সাথে নিয়ে যান যিনি ইতিমধ্যেই ল্যাপটপ ব্যবহার করেন, যাতে সে আপনাকে সাহায্য করতে পারে। অনেকে একা একা ল্যাপটপ কিনতে বের হন এবং ঠকে যান। তাই আপনার সাথে ল্যাপটপ ব্যবহার করে এমন কাউকে নিয়ে যান যাতে মূল্য নির্ধারণে সহায়তা করতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version