।। প্রথম কলকাতা ।।
Budget 2023: রাত পোহালেই দেশ পেতে চলেছেন নতুন বাজেট (New Budget)। ২০২৩ এর বাজেট নিয়ে আশাবাদী দেশবাসী। ফেব্রুয়ারির ১ তারিখে সকাল ১১ টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সরকারি কর্মীরা আশা করছেন, এই বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী কর্মীদের হাতে হালুয়া তুলে শেষ বাজেট ২০২৩ এর যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আশা করা হচ্ছে, এই বাজেটে মধ্যবিত্তের জন্য সুখবর থাকতে পারে। ওয়ার্ক ফর্ম হোমের (Work From Home) ক্ষেত্রে কর ছাড় হতে পারে। জেনে নিন নতুন বাজেটে কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের জন্য এই বাজেট স্বস্তিদায়ক হতে পারে। সরকারি ভাতা না থাকলেও অর্থমন্ত্রীর এই বাজেটে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে। এছাড়াও ইকোনমিক সার্ভে (Economic Survey) রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬.৮ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সরকারের এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞ মহলে এই বাজেট নিয়ে নানান জল্পনা চলছে।
দু’বছর কোভিডের কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু অবশেষে ভারত সেই ঘা কাটিয়ে উঠেছে। ব্যাঙ্ক পুনরায় ঋণ দিতে শুরু করেছে। এছাড়াও ঋণ গ্রহণে আগ্রহী হয়েছে প্রাইভেট কোম্পানিগুলো। পাশাপাশি অন্যান্য সেক্টরগুলিও পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে। তাই বেকারত্বের চিন্তা কিছুটা হলেও কমবে। চিন্তার বিষয় হল ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য আর্থিক বৃদ্ধির পরিমাণ মাত্র ৬ থেকে ৬.৮ শতাংশ, যা ভাল চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। কারণ এই সংখ্যা গত ৮ বছরের মধ্যে সবথেকে নিম্নস্থানে রয়েছে। পাশাপাশি আইএমএফ এর তথ্য অনুযায়ী, ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.১%। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিশেষ ভাবে নজর দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কৃষি ক্ষেত্রে প্রায় ৪.৬ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম