।। প্রথম কলকাতা।।
Viral Video: সোশ্যাল মিডিয়ার বিস্তার যে কতদূর তা পরিমাপ করা মুশকিল । গোটা বিশ্বজুড়েই বর্তমানে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়াতেই ( Social Media) দিনের বেশ কিছুটা সময় কাটান। তাই বহু দূরের কোনো দেশের ভিডিও যেমন একেবারে হাতের কাছে এসে পৌঁছায়, তেমনই সোশ্যাল মিডিয়া থেকেই খুঁজে পাওয়া যায় বেশ কিছু তথ্য। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে বহু ভাইরাল ভিডিও চোখে পড়ে। কিছু কিছু ভিডিও ভাইরাল ( Viral) হয় আনন্দ দেওয়ার জন্য । কিছু কিছু ভিডিও দেখে মানুষ আঁতকে ওঠেন। আবার কিছু ভিডিও মানুষকে ভীষণ হাসায় । সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে । আর সেই ভিডিওটি মন কেড়েছে নেট নাগরিকদের।
কনে ( Bride) বলতে সাধারণত আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। বিয়ের পোশাকে সুসজ্জিত এক নারী, যিনি ধীর পায়ে এগিয়ে আসবেন মণ্ডপের দিকে। এমনটাই তো রিল এবং রিয়েল লাইফে হয়ে থাকে। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সাজে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তার উপরে অ্যাপ্রন জড়িয়ে কনে দড়দড়িয়ে হেঁটে ঢুকছেন পরীক্ষার হলে। মুখে একটা চওড়া হাসি। তাকে দেখে হতবাক সহপাঠীরা। ব্যাপারটা হচ্ছে কী? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বহু মানুষ শেয়ার করেছেন । আর সেখান থেকেই পাওয়া তথ্য বলছে, ভিডিওতে যে মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি হলেন শ্রী লক্ষ্মী অনিল ( Shree Lakshmi Anil) ।
কেরলের বাসিন্দা শ্রী লক্ষ্মী বিঠানি নবজীবন কলেজ অফ ফিজিওথেরাপির ছাত্রী । তাঁর বিয়ে এবং পরীক্ষা একই দিনে হওয়ার কারণে এত কাণ্ড। বিয়ের কাজ মিটিয়ে এক ফোঁটা সময় নষ্ট করেননি শ্রী লক্ষ্মী। মাথা থেকে পা পর্যন্ত ঠিক যেমন সাজসজ্জা ছিল তেমন ভাবেই পরীক্ষার হলে এসে উপস্থিত হন তিনি। ইতিমধ্যে শ্রী লক্ষ্মীর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কোনটাই তাকে দেখা গিয়েছে এক্সাম হলে বসে প্রাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। তিনি হলে ঢোকা মাত্রই তাঁর একজন বন্ধু শাড়ির কুচি ঠিক করে দিচ্ছেন । এমনটাও ভিডিওতে ধরা পড়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে এসে কনে তাঁর মাকে আলিঙ্গন করছেন, এমন একটি ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
স্বাভাবিকভাবেই এই ভিডিও গুলি যে নেটিজেনদের ভীষণ পছন্দ হয়েছে তাতে কোনরকম সন্দেহ নেই। শ্রী লক্ষ্মীর ভিডিওতে একজন কমেন্ট করেন, ‘ আমি পুরোপুরি বুঝতে পারছি। আমার বিয়ের তারিখ পরীক্ষার খুব কাছাকাছি ছিল । ভেবেছিলাম আমাকে হয়তো বিয়ের দিনও গিয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু বিয়ে তিন দিন আগে আমার পরীক্ষা শেষ হয়ে যায়”। কেউ আবার প্রাকটিক্যাল পরীক্ষার সময় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন । কোন এক ব্যক্তি কমেন্টে শ্রী লক্ষ্মীর ডেডিকেশনকে বাহবা দিয়েছেন।