ব্রিকস বয়কট করল দিল্লি! বাংলাদেশ সাবধান, চীন বুঝবে কত ধানে কত চাল

।। প্রথম কলকাতা ।।

ব্রিকসে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন না। কী ঘটে গেল? চীনের থেকে এবার এভাবে বদলা নেওয়ার প্রস্তুতি? বাংলাদেশ সাবধান এবার ব্রিকসে বড় কিছু ঘটতে পারে ভারত কি আটকে দেবে চীনের মোক্ষম চাল এভাবেই? ব্রিকস বাড়তে চাইছে চীন দল ভারী করতে চায়? দিল্লি কূটনীতির যম হয়ে তেড়ে আসবে এবার। ভারত বেজিংকে রোখার মোক্ষম সিদ্ধান্ত নিয়ে নিল। এতে স্বপ্ন ভেঙে যেতে পারে বাংলাদেশ, সৌদি, ইন্দোনেশিয়া, ইরানের রয়টার্সের খবর সাউথ আফ্রিকার জোহানসবার্গে এবারের ব্রিকস সম্মেলনে উপস্থিত থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত কি বয়কট করল এবারের ব্রিকস সম্মেলন?ভারতের নয়া স্টেপে চীন কিন্তু মারাত্মক সাবধান।

বিশেষজ্ঞদের দাবি এবারের ব্রিকসে এমন কিছু হতে পারে যা সত্যি হয়ে গেলে এশিয়ার জিওপলিটিক্সে দিল্লির মাথাব্যাথার কারণ হতে পারে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হওয়ার কবে থেকে চেষ্টা করছে ভারতবর্ষ। এমনকি নরেন্দ্র মোদী নিজে বলেছেন স্থায়ী সদস্যপদ না দেওয়ার কোনও কারণ তো নেই কিন্তু জিনপিং এবার ঠেলা বুঝবেন অতীতে অপরাধের। ভারত টিট ফর ট্যাট নীতিই নিল এবারের ব্রিকসেই। শি জিনপিং ও পুতিন চাইছেন ব্রিকসের সদস্য সংখ্যা আরও বাড়ুক। বর্তমানে ব্রিকসের মেম্বার হল চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ব্রিকসের সদস্য হতে চায় আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, আলজেরিয়া, বাংলাদেশ ও ইরান।

ভারত ও ব্রাজিল চাইছে না এই সংখ্যা এখনই বাড়ুক। ভারত পুরোপুরি না তো প্রকাশ্যে বলেনি কিন্তু কূটনৈতিক মহলের দাবি দিল্লি ও ব্রাজিল মনে করছে ব্রিকসে নতুন দেশের যোগ দেওয়া মানে নতুন সদস্যরা চীনের ঘনিষ্ঠ হতে চাইবে, ব্রাজিল কিংবা ভারতের নয়। সেক্ষেত্রে এই জোট সম্প্রসারণ ভারতের কতটা অনূকূলে থাকবে তা নিয়ে রীতিমত প্রশ্ন রয়েছে। তাহলে এজন্যই কি এবার সাউথ আফ্রিকা যাবেন না মোদী? ভারত ব্রিকসের স্থায়ী মেম্বার তারা যোগ না দিলে আলোচনা হবে কীভাবে? রিপোর্ট বলছে ভারত ব্রিকস বয়কট করছে এই তথ্য ঠিক নয় মোদী সশরীরে জোহানবার্গে উপস্থিত থাকবেন না ঠিক কিন্তু ভার্চুয়ালি ব্রিকসের সম্মেলনে যোগ দেবেন তিনি। তারপর আলোচনা কোন পথে গড়ায় সেটাই দেখার। ভারতের সশরীরে ব্রিকসে উপস্থিত না থাকার কোনও সঠিক কারণ এখনও জানা যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version