chief minister seleaction: তিন রাজ্যে জয়লাভ বিজেপির, মুখ্যমন্ত্রীর দৌড়ে শিকে ছিঁড়বে কার ভাগ্যে ?

।। প্রথম কলকাতা।।

Chief minister seleaction: হিন্দি বলয়ে তিন রাজ্যে কুর্সি দখল করেছে বিজেপি। বিজেপি ভোট চেয়েছিল প্রধানমন্ত্রী মোদীর নাম ও ডাবল ইঞ্জিন সরকারের কাজের ভিত্তিতে। সেই কৌশল যে কাজে লেগেছে, ভোটের ফলফলই তার প্রমাণ। কিন্তু এবার শুরু আসল পরীক্ষার মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে কাকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি?

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা?

মধ্যপ্রদেশে ‘বিরাট’ জয়ের পর এবার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করার পালা। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিধানসভা নির্বাচনের আগে থেকেই মধ্য প্রদেশের বিজেপিতে চলছিল দড়ি টানাটানি। এই ‘বিরাট’ জয়ের পিছনে কৃতিত্ব কম নয় শিবরাজ সিং চৌহানের। তাঁকে যদি কুর্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আশঙ্কা করা হচ্ছে শিবরাজ অনুগামী বিধায়করা বিদ্রোহ ঘোষণা করতে পারেন। অনেকে আবার, বিজেপির শীর্ষ নেতৃত্বও মুখ্যমন্ত্রী পদে কোনও অল্পবয়সী নেতা চাইছেন। সেক্ষেত্রে একটাই নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর এই দোটানার মধ্যে শাঁখের করাতের মত অবস্থা গেরুয়া শিবিরের। এখন দেখা যাক শেষমেশ কে মুখমন্ত্রীর কুর্সিতে বসেন।

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে পাল্লা ভারী কার ?

বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছিলেন রাজস্থানে দু’টি মেয়াদ বিজেপির মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বসুন্ধরা বর্তমানে সর্বভারতীয় সংগঠনে সহ সভাপতি পদে রয়েছেন। তাঁকে কেন্দ্রীয় সংগঠনে রেখে দেওয়া হবে নাকি রাজ্যে পাঠানো হবে সেই দোটানার মধ্যে এখন রয়েছেন সকলেই। অনেকেই বলছেন, বসুন্ধরাকে বাদ দেওয়া হলে রাজস্থান বিজেপিতে যে কয়েকজন নেতার শিকে ছিঁড়তে পারে, তাঁদের মধ্যে অন্যতম হলেন বাবা বালকনাথ। কে তিনি ? উত্তর প্রদেশে যেমন আছেন যোগী আদিত্যনাথ, তেমনই রাজস্থানে বাবা বালকনাথ। এককথায় রাজ্যে বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়। পাশাপাশি, বিধানসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকেও প্রার্থী করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রী পদে দৌড়ে গজেন্দ্রও রয়েছেন বলে মনে করা হচ্ছে।

ছত্রিশগড়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে শিকে ছিঁড়বে কার ?

এই রাজ্যে জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত ছিল কংগ্রেস। কিন্তু শেষমেশ পাশা পাল্টে ফেলে গেরুয়া শিবির। এবার পালা মুখ্যমন্ত্রী নির্বাচনের। এই রাজ্যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. রমন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি থাকলেও তার বাধা হয়ে দাঁড়াচ্ছে বয়স। বিধানসভা নির্বাচনে জয় হয়েছেন অরুণ সাউ। এই মুহূর্তে রাজ্যে দলের সংগঠনের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে, তাই তিনিও রয়েছেন মুখমন্ত্রীর দৌড়ে। এছাড়াও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আছেন সরোজ পান্ডে, বিজয় বাঘেল এবং রেণুকা সিং-এর নামও। শেষ মেশ দেখা যাক শিকে ছেঁড়ে কার ভাগ্যে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version