Lok Sabha Election Result 2024: গণনার আগেই বিজেপির জয়! গুজরাটের নির্বাচনী ইতিহাসে প্রথমবার ঘটল এই ঘটনা

।। প্রথম কলকাতা ।।

 

Election results: শুরু হয়ে গেছে ১৮তম লোকসভা নির্বাচনের গণনা। গণনা আগেই ৫৪৩ আসনের মধ্যে একটিতে জয় পেয়ে গেলো বিজেপি। গণনা শুরু হওয়ার আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয় পেয়েছে বিজেপি। এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। যা গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা।

 

সুরাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী মুকেশ দালাল সহ ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। তাদের মধ্যে নয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তাঁর  মনোনয়ন প্রত্যাখ্যান করে রিটার্নিং অফিসার। যার ফলে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।

 

এর আগে ২০১৯ সালে সুরাট লোকসভা আসনে বিদায়ী সাংসদ দর্শন বিক্রম জারদোশ বিজেপির টিকিটে ৭ লাখ ৯৫ হাজার ৬৫১ ভোটে জয় পেয়েছিলেন। ২০১৪ সালেও সুরাট আসন থেকে জয় পেয়ে ছিল বিজেপি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version