Bjp: লোকসভায় বাংলায় বিজেপির লক্ষ্য ৩৫? ‘টার্গেট’ পূরণ করা নিয়েই সংশয়ে গেরুয়া শিবির!

।। প্রথম কলকাতা।।

Bjp: সদ্য প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে জয়জয়কার বিজেপির। তিনটি রাজ্য দখল করেছে গেরুয়া শিবির। তিন রাজ্যে জিতেই সংসদ ভবন চত্বরে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি কত আসন পেতে পারে, গেরুয়া শিবির তা নিয়ে রীতিমতো চর্চা শুরু করে দিয়েছে। বাংলার বিজেপির সাংসদরা তো বটেই, অন্যান্য রাজ্যের দলীয় সাংসদদের আলোচনাতেও এদিন ঘুরে ফিরে এসেছে বাংলার প্রসঙ্গ। এখন মোদী-শাহ দলের লক্ষ্য লোকসভা নির্বাচন। এককথায় পাখির চোখ করতে চাইছে চব্বিশের লোকসভা নির্বাচনকে। অন্য রাজ্যের মত গুরুত্ব পাচ্ছে বাংলাও। বাংলায় লোকসভা কেন্দ্র রয়েছে ৪২ টি। বঙ্গ বিজেপির টার্গেট ৩৫ টি। এবেলা.ইন এ প্রকাশিত খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি সাংসদ তথা কয়েকজন হেভিয়েট নেতার সাফ বক্তব্য ২০২৪ সালের ভোটে বাংলায় ৩৫টি আসনে জয়লাভ করা কার্যত অসম্ভব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপির অন্যতম মুখ অমিত শাহ মুখে যাই বলুন না কেন, বাংলায় তা পূরণ করা সম্ভব হবে না বলে আগে থেকেই ধরে নিচ্ছে দলের একাংশ। দলেরই এক নেতার কথায় লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগনো যেতে পারে বলে মনে করছেন দলেরই এক সাংসদ। উল্লেখ্য, লক্ষ্যমাত্রা যাই থাকুক না কেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপি আদতে ক’টি আসনে জিতবে, এদিন সংসদ ভবন চত্বরের দিনভর গেরুয়া শিবিরের চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটিই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version