Previous History Of Nagaland Election: ২০১৮-র ফর্মুলা ২০২৩-এ রিপিট করতে চলেছে BJP! নাগাল্যান্ডের ভোটে বড় ফ্যাক্টর কী?

।। প্রথম কলকাতা ।।

Previous History Of Nagaland Election: দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোট। সাধারণকে নিজেদের তরফে করতে যার যার মতন করে প্রচেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ভোটের দামামা বেজে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে (Nagaland)। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট সেখানে। ১,১৮৯,২৬৪ জন ভোটার নির্ধারণ করতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তবে বর্তমানে সেখানে যা পরিস্থিতি তাতে বিরোধী শূন্য বিধানসভা নাগাল্যান্ডে। মুখ্যমন্ত্রী নেফিউ রিওর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি অর্থাৎ এনডিপিপি (NDPP) হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে। মনে হচ্ছে, ২০১৮-র ফর্মুলা ২০২৩-এ রিপিট করতে চলেছেন তারা।

এ রাজ্যে ২০১৮-র বিধানসভায় কী হয়েছিল?

৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এনডিপিপি ১৮টি আসন জিতেছিল। বিজেপির (BJP) দখলে ছিল ১২টি। এনপিএফ ২৬টি, ন্যাশনাল পিপলস পার্টি দু’টি, একটি আসনে জেডিইউ ও আরেকটি আসনে নির্দল জয়ী হয়েছিল। ২০১৮-য় ১৯৫ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন ছিল মহিলা প্রার্থী। বরাবরই এখানের ভোটে রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রায়ই ছয়টি উত্তর-পূর্ব রাজ্য মিলিয়ে আলাদা রাষ্ট্রের দাবি এখানকার রাজনীতিতে চাগার দিয়ে উঠেছে। আর সেদিক থেকে ইস্টার্ন নাগা পিপলস অর্গানাইজেশন সবথেকে বড় ফ্যাক্টর।

বর্তমানে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই জোটে এনডিপিপি, বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্ট একসঙ্গে রয়েছে। এবারে বিজেপির দাবি, বাড়তে পারে আসন। কেন এরকম ভাবনা? সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপা আংশিক তুলে নেওয়া, তাঁদের দিকে ভোট যাওয়ার কারণ হতে পারে। কিন্তু ইস্টার্ন নাগাল্যান্ড পিপল অর্গানাইজেশন ফ্রন্টিয়ার নাগাল্যান্জ নামক সংগঠন পৃথক রাজ্যের দাবী তুলেছে। সব মিলিয়ে নির্বাচনের পরই বোঝা যাবে সমস্তকিছু। তবে এটুকুনি পরিষ্কার, ২০১৮-র ফর্মুলা এবারেও প্রয়োগ করবে বিজেপি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version