Previous History of Meghalaya Election: মেঘালয়ে জোট রাজ্য সরকার গঠন ২০১৮-তে, নেতৃত্ব দিয়েছিলেন কে ?

।। প্রথম কলকাতা।।

Previous History of Meghalaya Election: ২০২৩ সালের মেঘালয়ের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে পুনরায় তারিখ বদল করা হয়েছে। এবার মেঘালয় বিধানসভা নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারির বদলে ১৬ ফেব্রুয়ারি। যার জন্য রীতিমতো জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দলগুলি নিজেদের মতো করে প্রচার পর্ব চালাচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মেঘালয়ের সংগঠনকে মজবুত করার জন্যও সবরকম পদ্ধতিকে কাজে লাগাচ্ছে। এমতাবস্থায় একবার ফিরে দেখা যাক বিগত মেঘালয় ( Meghalaya) বিধানসভা নির্বাচনের হাল হকিকত।

৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচন ( Assembly Election) শেষ বার হয় ২০১৮ সালে । সেই নির্বাচনের পর কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার কোন একক দল গঠন করতে পারেনি। নির্বাচনের পর ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বে একটি জোট সরকার গঠন করা হয়েছিল। সেই জোটে ছিল বিজেপি সহ ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, পিপালস ডেমোক্রেটিক ফ্রন্ট, এইচএসপিডিপি দলের বিধায়করা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস মেঘালয়ে জয়লাভ করেছিল ২১ টি আসনে। কিন্তু কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা একাই আমপাটি এবং সোংসা এই দুটি কেন্দ্রে জয়লাভ করেন।

আইন অনুযায়ী একজন প্রার্থী দুটি জয়ী কেন্দ্রের আসন ধরে রাখতে পারবে না। সেই কারণে যেকোনো একটি আসন বেছে নিতে হয় মুকুলকে। সেই সময় তিনি নিজের পাঁচবারের জেতা আসন আমপাটি ছেড়ে দিয়েছিলেন। আর নিজে ক্ষমতায় ছিলেন সোংসাকে। যদিও পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনে জয়লাভ করেন মুকুল কন্যা মিয়ানি ডি শিরা। তাই স্বাভাবিক ভাবেই মেঘালয় বিধানসভায় আবারও কংগ্রেস একুশটি আসন লাভ করে। অন্যদিকে মুকুল সাংমা যখন একটি আসন ছেড়ে দেন তখন কংগ্রেসের কাছে ছিল কুড়িটি আসন। আর বিধানসভায় সরকার গঠন করতে হলে অন্ততপক্ষে ৩১ টি আসন প্রয়োজন।

কংগ্রেস সেই সময় আর ১১ টি আসনে পিছিয়েছিল । আর এনপিপি পিছিয়ে ছিল ১৯ টি আসনে। সেই সময় কনরাড সাংমা ঘোষণা করলেন , তিনি অন্যান্য পার্টির সমর্থন নিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করবেন । কাজেই পরবর্তীতে ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বে একটি জোট রাজ্য সরকার গঠন করা হয়। শাসক জোটে ছিলেন মোট ৩৫ জন বিধায়ক। ২০১০ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে ছিলেন মুঘল সাংমা। তিনি কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন পূর্ব গারো পাহাড়ের, তা বলাই বাহুল্য। তবে ২০১৮র বিধানসভা নির্বাচনের পর ২০২১ এ পালাবদল ঘটে মেঘমুলুকে।

১১ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে ২০২১ সালের নভেম্বর মাসে তৃণমূলে যোগদান করেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুঘল। যার ফলে মেঘালয় বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে গিয়ে ছয়ে দাঁড়ায় । সেই হিসেবে তৃণমূল কংগ্রেস মেঘালয়ের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে । এই দলবদলের অন্যতম একটি কারণ হিসেবে মুঘল সাংমা জানিয়েছিলেন, মেঘালয়ের বিরোধী দল হিসেবে কাজ করতে কংগ্রেস ব্যর্থ হচ্ছে। তাই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বর্তমানে ত্রিপুরা এবং নাগাল্যান্ডের থেকে মেঘালয়ের তৃণমূলের সংগঠন বেশি শক্তিশালী । কাজেই মেঘালয় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version