Jio SpaceFiber: জিওর হাত ধরে নেট দুনিয়ায় বড় বিপ্লব! হাইস্পিড নেট দেশের কোণায় কোণায়

।। প্রথম কলকাতা ।।

Jio SpaceFiber: নেট দুনিয়ায় ফের বড়ো বিপ্লব ঘটাবে রিলায়েন্স। চালু হচ্ছে জিও স্পেস ফাইবার। আরও দ্রুত গতিতে চলবে ইন্টারনেট। এবার হাইস্পিড নেট দেশের কোণায় কোণায়। প্রত্যন্ত অঞ্চলেও গড়ে উঠবে সংযোগ, ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক GIGABIT ব্রডব্যান্ড সফল ভাবে প্রদর্শন করল জিও। শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে জিও তাদের নয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রদর্শন করেছে। যার নাম জিও স্পেস ফাইবার। কি কি সুবিধা পাওয়া যাবে? কবে থেকে চালু হচ্ছে? আর কিভাবে কাজ করবে জিও স্পেস ফাইবার? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমাদের দেশের যে কোনও প্রান্তে এই পরিষেবা পাওয়া যাবে। আজকের দিনে প্রায় ৪৫০ মিলিয়ন ভারতীয় গ্রাহককে হাই স্পিড ব্রডব্যান্ড ফিক্সড লাইন এবং ওয়্যারলেস সার্ভিস সরবরাহ করে জিও। দেশের প্রতিটি ঘরে যাতে ডিজিটাল পরিষেবা পৌঁছতে পারে, তাই জিও-র ব্রডব্যান্ড পরিষেবা জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার-এর প্রিমিয়ার লাইন-আপে নতুন সংযোজন হল জিওস্পেসফাইবার। জিও-র সাহায্যে স্থান নির্বিশেষে ভরসাযোগ্য, লো-লেটেন্সি এবং হাইস্পিড ইন্টারনেট ও এন্টারটেনমেন্ট সার্ভিস অভূতপূর্ব ভাবে পেতে পারেন গ্রাহক এবং ব্যবসায়িক সংস্থাগুলি। স্যাটেলাইট নেটওয়ার্ক আবার মোবাইল ব্যাকহলের জন্য অতিরিক্ত ক্যাপাসিটিও সাপোর্ট করছে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও জিও ট্রু ৫জি-র সুবিধা ভাল ভাবে উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এর ক্ষমতা এবং রিচ-এর বিষয় প্রদর্শন করার জন্য ইতিমধ্যেই ভারতের চারটি প্রত্যন্ত অঞ্চলে জিও স্পেস ফাইবার এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেই জায়গাগুলি হলো গির গুজরাত, কোরবা ছত্তিসগঢ়, নবরঙ্গপুর ওড়িশা, ওএনজিসি-জোরহাট অসম। জিওস্পেসফাইবার এর লক্ষ্য হল স্পেস থেকে গিগাবিট-স্পিড এবং ফাইবারের মতো পরিষেবা প্রদান করার মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা। এমতাবস্থায়, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানির মতে, এই উদ্যোগ সরকার, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন সহ ডিজিটাল পরিষেবাগুলিতে সর্বজনীন অ্যাক্সেসে সক্ষম করবে।

Jio SES-এর সঙ্গে মিলে বিশ্বের সর্বাধুনিক মিডিয়াম আর্থ অরবিট (MEO) স্যাটেলাইট প্রযুক্তি অ্যাক্সেস করছে। এটি একমাত্র MEO স্যাটেলাইট যা মহাকাশ থেকে অনন্য গিগাবিট, ফাইবার-সদৃশ পরিষেবা সরবরাহ করতে সক্ষম। SES-এর O3b এবং নতুন O3b mPOWER স্যাটেলাইটের সংমিশ্রণে জিও-এর অ্যাক্সেস থাকায়, এটিই একমাত্র কোম্পানি যা গেম-চেঞ্জিং প্রযুক্তি অফার করে, সমগ্র ভারত জুড়ে সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্রদান করে গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্যতার সঙ্গে। সুতরাং বলা যেতেই পারে, জিওর হাত ধরে আবার নতুন করে বিপ্লব আসতে চলেছে নেট দুনিয়ায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version