Weather Update: বাংলার কপালে বড় দুর্যোগ ? জুন-জুলাইও ডাহা ফেল, তাপমাত্রা কমবে হুড়মুড়িয়ে

।। প্রথম কলকাতা ।।

আবহাওয়ায় বড় বদল। বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ? কবে থেকে হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা? ৯০-৯৫ শতাংশ বৃষ্টি অগাস্টে, বর্ষার ঘাটতি মেটাতে গিয়েই বড় বিপদ? জুন-জুলাই ও ফেইল করবে চলতি মাসে। কি জানালো হাওয়া অফিস? বানভাসি হওয়ার পূর্বাভাস? কতটা রিস্কে বাংলা? ভারতের পরিস্থিতিই গরম আর আদ্রতা জনিত অসস্তিতে যখন নাজেহাল অবস্থা তখন হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা। কিন্তু কবে ঘটবে আবহাওয়ার এই বিরাট বদল? সারা দিনে ছিটেফোঁটা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না।

জানা যাচ্ছে, বাতাসে রয়েছে জলীয় বাষ্প, তাই দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় রবিবার থেকে বাড়বে বৃষ্টি। সোমবার থেকে দু’তিন ডিগ্রি নামবে তাপমাত্রা। বৃষ্টিও হবে তেমনই।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রেহাই নেই উত্তরবঙ্গের ও। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

তাহলে কী সব ঘাটতি মেটাবে অগাস্ট?

জুলাইয়ে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছিল কলকাতায়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জুলাইয়ে কলকাতায় বৃষ্টির ঘাটতি ছিল ৪৫ শতাংশ। যা সাত বছরে শুষ্কতম জুলাই ছিল। জুনে ঘাটতির পরিমাণ ছিল ৩৮ শতাংশ। অগাস্টে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি মাসে কলকাতায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৭২ মিমি। জুন এবং জুলাইয়ে ব্যাপক ঘাটতির পরে অগস্টে স্বাভাবিকের কাছাকাছি কলকাতা বৃষ্টি পাবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দফতর। অতি গভীর নিম্নচাপের কারণে এমনিতেই এই মাসের শুরুটা ভালো হয়েছে। এরপর বৃষ্টি কমলেও জুলাইয়ের মত পরিস্থিতি হবে না। তাছাড়া প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version