Kazi Nazrul Islam Airport: পরিবহন দফতরের বড় সিদ্ধান্ত, অন্ডাল বিমানবন্দরে মিলবে দারুণ সুবিধা

।। প্রথম কলকাতা ।।

Kazi Nazrul Islam Airport: দীর্ঘদিন ধরেই কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বিমান বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল বন্দর কর্তৃপক্ষের তরফে। অবশেষে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর। স্টপেজ না থাকার কারণে বিমান বন্দর ব্যবহারকারী যাত্রীদের প্রচুর অসুবিধার পড়তে হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এই বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিল পরিবহনা দফতর।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে ১৯ সেপ্টেম্বর বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিমানবন্দরটির নামকরণ করা হয়, কবি কাজী নজরুল ইসলামের নামে। কলকাতা বিমানবন্দরের মতো এত জনপ্রিয় না হলেও অন্ডালের এই বিমানবন্দর বহু মানুষের কাজে আসে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা পাড়ি দেন। যাত্রীদের সুবিধার্থে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বাস স্টপেজ দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

২০০৬-০৭ সালে বাম আমলে এই বিমানবন্দর প্রকল্পের পরিকল্পনা করা হলেও।বাস্তবায়িত হয় তৃণমূল কংগ্রেসের আমলে ২০১৩ সালে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টস ইন্টারন্যাশানাল এর সহযোগিতায় বেঙ্গল এয়াট্রোপোলিশ লিমিটেড এই বিমাননগরীটি নির্মাণ করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version