Himachal-Houses Collapsed: কুলুতে ফের বড় ধস! চক্রবূহ্য হিমাচলের কেন এই দুর্দশা?

।। প্রথম কলকাতা ।।

Himachal-Houses Collapsed: ভারতের কুলুতে খেলনার মতো ভেঙে পড়ছে বাড়ি। গোটা কুলু মানালি কি খালি করে দেওয়া হবে এবার? ধস নাকি ধুলোর ঝড় এমন পরিণতি কেন হল? আগামী দুটো দিন যা হতে পারে আতঙ্ক তাতে বাড়ছে। ৮টা বহুতল, কয়েক সেকেন্ড, প্রবল বেগে ধুলোর ঝড় আর সবশেষ। যে বাড়িগুলো ভেঙে পড়ছে তাতে কি মানুষ ছিল? নাকি অবস্থা বুঝে খালি করা গেছিল এলাকা। কুলু রীতিমত খালি হয়ে যাচ্ছে বিপদের আঁচ বুঝতে পেরে। পাহাড়ের গায়ে জনবহুল একটি এলাকা। গায়ে গায়ে লাগোয়া প্রচুর বহুতল। আচমকাই সেই বহুতলগুলির মধ্যে কয়েকটি তাসের ঘরের মতো ধসে পড়ল। চারদিকে তখন চিৎকার, চেঁচামেচি আর আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল।

বৃষ্টি, বন্যা, হরপা বাণ, সমগ্র হিমাচল প্রদেশ জুড়ে কী চলছে সেই খবর নিশ্চয় আপনার জানতে বাকী নেই। কিন্তু কুলুতে যা ঘটে গেল সেটা কিন্তু চিন্তা বাড়াচ্ছে রীতিমত? শিমলা, সিরমুর, কাংড়া, চম্বা, মান্ডি, হামিরপুর, সোলান, বিলাসপুর এবং কুলু এই নয় জেলাতে হড়পা বানের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এমন ধস যে নামতে পারে সেই অ্যালার্ট আগে থেকেই জারি ছিল। আর সেই মতোই ওই বহুতলগুলো খালিও করা হয় কিন্তু ধস নামলো কেন এটাই তো হল আসল প্রশ্ন। পাহাড়ের গায়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বহুতল ভেঙে পড়ল তাসের ঘরের মতো সেখানেই রীতিমত অবৈধ নির্মাণের গন্ধ পাওয়া যাচ্ছে বলে খবর। সরকারী হিসেব বলছে হিমাচলে এখনও পর্যন্ত কমপক্ষে ২২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, হিমাচলে চলতি বর্ষার মরশুমে ১১৩টি ধস নেমেছে ২ হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে নয় হাজারের বেশি বাড়ি।

সংখ্যাটা ভাবতে পারছেন একবার৷ তবে তাণ্ডব এখনই শেষ নয়। ২৪ ঘণ্টায় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলেই চূড়ান্ত সতর্কবার্তা জারি করে দিয়েছে মৌসম ভবন। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১ নম্বর মান্ডি-কুলু এবং ১৫৪ নম্বর মান্ডি-পঠানকোট জাতীয় সড়ক। বহু সড়কে ফাটল ধরেছে। ইতিমধ্যেই যার জেরে সেসব রাস্তা বন্ধ প্রকৃতির ওপর যথেচ্ছে অত্যাচার তারই বদলা নিচ্ছে এবার প্রকৃতি এমনটাই বলছেন বহু মানুষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version