Changes From March: ১মার্চ থেকে ৫ নিয়মে বড় পরিবর্তন, ফাঁকা হবে আম জনতার পকেট!

।। প্রথম কলকাতা ।।

Changes From March: ১ মার্চ থেকে হয়ত হিসেব করে টাকা খরচ করতে হবে। না হলে ফাঁকা হয়ে যেতে পারে মধ্যবিত্তের পকেট। কারণ ১ মার্চ থেকে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যার প্রভাব পড়বে সরাসরি আম জনতার পকেটে। যদিও এটি চেনা পরিচিত ছবি। নতুন মাস শুরু মানেই নতুন বদল। কখনো নয়া নিয়ম আমজনতার জন্য সুবিধাজনক হতে পারে, আবার কখনো চিন্তার কারণ হতে পারে। ২০২৩ এর ১ মার্চ থেকে বেশ কতগুলি নতুন নিয়ম (New Rule)কার্যকর হতে চলেছে। সেক্ষেত্রে আপনার ব্যয় পরিকল্পনা একটু সতর্ক ভাবে করা উচিত। পাশাপাশি পরিবর্তন হবে ভারতীয় রেলের সময়সূচির (Time Table)।

(১) শীতের বিদায় বেলায় অনেকেই এখন বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে চাইছেন। ঠিক এই সময় ট্রেনের সময়সূচীতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ভারতীয় রেল মার্চে নতুন সময়সূচি প্রকাশ করতে পারে। ১ মার্চ থেকে প্রায় ৫ হাজার পণ্যবাহী ট্রেন এবং প্রচুর যাত্রীবাহী ট্রেনের সময়সূচী পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

(২) যারা ভাবছেন মার্চে ব্যাঙ্কের জরুরি কাজ সারবেন, তারা একটু সাবধান। কারণ মার্চ মাসে ব্যাঙ্কে প্রায় ১২টি ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটিসহ মার্চ মাসে রয়েছে হোলি, নবরাত্রি সহ বেশ কয়েকটি উৎসব। তাই ব্যাঙ্কের ছুটি অনুযায়ী জরুরি কাজের পরিকল্পনা করুন।

(৩) যদি ব্যাঙ্কে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে পকেটে টান পড়তে পারে। কারণ এবার ব্যাঙ্কের ঋণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট বৃদ্ধি করেছে। পাশাপাশি অনেক ব্যাঙ্ক তাদের MCLR এর হারও বাড়িয়েছে। যার বড়সড় প্রভাব পড়বে ইএমআই আর ঋণে। এক্ষেত্রে সুদের পরিমাণ বাড়তে পারে।

(৪) প্রতি মাসের ১ তারিখে গ্যাসের দাম ঠিক করা হয়। বহুদিন হলো ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। গতবারেও এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি, তবে মার্চ মাসের এক তারিখে এলপিজি, সিএনজি আর পিএনজি গ্যাসের দাম বাড়তে পারে।

(৫) সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সাবধান। যদি ভুল পোস্ট করেন তাহলে কাঁধে চাপতে পারে মোটা জরিমানা। সম্প্রতি ভারত সরকার বেশ কয়েকটি আইটি নিয়ম সংশোধন করেছে। এক্ষেত্রে যারা টুইটার, ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করে থাকেন তাদের এই নিয়ম গুলি মেনে চলতে হবে। ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেয় এমন পোস্ট থেকে একটু দূরে থাকবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version