SIM Card New Rule: সিম কার্ড কেনায় বড় ঘোষণা, ১ ডিসেম্বর থেকে নিয়মগুলি না মানলেই জেল

।। প্রথম কলকাতা ।।

SIM Card New Rule: চাইলেই আর মোবাইলের সিম কার্ড কিনতে পারবেন না।বদলে যাচ্ছে সিম কার্ড বিক্রির নিয়ম। একটা আইডি দিয়ে কতগুলি সিম কার্ড নেওয়া যাবে তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে থাকছে আরও নিয়মের কড়াকড়ি।আপনিও কি নতুন মাসে অর্থাৎ আগামী ডিসেম্বরে নতুন সিম কার্ড কেনার কথা ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার এই প্রতিবেদনের পুরোটা দেখে নেওয়া জরুরি।কারণ নতুন মাস থেকে একটি নিয়মে বড় পরিবর্তন ঘটতে চলেছে। কি কি নিয়মের বদল আনছে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন? আপনার নিশ্চয়ই মনে আছে, আগে সিম কার্ড পেতে এতো হ্যাপা পোহাতে হতো না। যার হোক একটা ভোটার কার্ডের জেরক্স দিলেই মিলতো সিম কার্ড।

এখন আর সেদিন নেই। আধার কার্ডের জেরক্স, অনলাইনে হাতের আঙুলের ছাপ নেওয়া, ছবি তোলার পর মেলে নতুন সিম কার্ড। সেই নিয়মের আরও কড়াকড়ি করা হচ্ছে। আসলে নিয়মের ফাঁক গলে বাজারে ছেয়ে গেছে জাল সিম কার্ড। সেই কার্ড কাজে লাগাচ্ছে প্রতারকরা। অনেক ক্ষেত্রে তা জঙ্গিরাও ব্যবহার করতে পারে নাশকতার পরিকল্পনায়। সেসব রুখতেই এবার টেলিযোগাযোগ বিভাগ সিম কার্ড ক্রয় ও বিক্রয়ের নিয়ম পরিবর্তন করেছে। তাই যারা সিম কিনবেন বা বিক্রি করবেন তাদের নতুন নিয়মগুলি জেনে নেওয়া প্রয়োজন।

মনে রাখবেন, জাল নথি দিয়ে সিম কার্ড নিলে বা নিয়ম লঙ্ঘন করে তা বিক্রি করলে আপনাকে জরিমানা করা হবে। কত টাকা দিতে হবে জানেন? দশ লক্ষ। সঙ্গে আবার তিন বছরের জেলও হতে পারে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কড়াকড়ি হচ্ছে এতোটাই। ভুয়ো সিম কার্ড দিয়ে জালিয়াতি রুখতে বিশেষ তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে নতুন সিম কার্ড-এর নিয়ম জারি করেছে টেলিযোগাযোগ বিভাগ। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করার কথা ছিল। এরপরও অতিরিক্ত ২ মাস সময় দেওয়া হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

প্রথমেই জানানো যাক, বেশি সিম নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ একসঙ্গে একাধিক সিম কার্ড ইস্যু করা যাবে না। অনেক ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি কর্মীদের জন্য একসঙ্গে অনেক সিম কার্ড নিয়ে থাকেন। তাদের জন্যও থাকছে একই নিয়ম। শুধু তাই নয়, একটি আইডিতে সীমিত সংখ্যক সিম কার্ডই ইস্যু করা হবে। যে কেউ আর সিম কার্ড ইস্যুও করতে পারবেন না। নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত সিম বিক্রেতা অর্থাৎ পয়েন্ট অফ সেল রেজিস্টার করা বাধ্যতামূলক। কেউ যদি এই সমস্ত নিয়ম না মানে তাহলে নেমে আসবে শাস্তির খাঁড়া।

এতোদিন সিম কার্ড বিক্রেতারা যথাযথ যাচাই-বাছাই ও তদন্ত ছাড়াই নতুন সিম কার্ড ইস্যু করছে বলে খবর পাওয়া যাচ্ছিল। তার জন্যই জালিয়াতির এতটা বাড়বাড়ন্ত।এ মন পরিস্থিতিতে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকে যদি জাল সিম কার্ড বিক্রি করতে দেখা যায়, তাহলে তার ৩ বছরের জেল হতে পারে। এছাড়া তার লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হবে। বর্তমানে ভারতে প্রায় ১০ লাখ সিম কার্ড বিক্রেতা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানকে প্রচুর পরিমাণে সিম কার্ড ইস্যু করে। তা আর করা যাবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version