Rahul Gandhi: ‘ভারত জোড়ো যাত্রা’ ইন্দোরে পৌঁছতেই হুমকির চিঠি পেলেন রাহুল গান্ধী, তদন্তে পুলিশ

।। প্রথম কলকাতা।।

ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসাবে ইন্দোরে পৌঁছানোর পরে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী হুমকি পেলেন বোমা হামলার। সূত্র মারফত খবর মিলেছে, একটি মিষ্টির দোকানে একটি হুমকি মূলক চিঠি পাওয়া গেছে। রাহুল গান্ধী ইন্দোরে ঢুকলেই তাঁকে হত্যা করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মিষ্টির দোকানের বাইরে থেকে হুমকি-চিঠিটি পাওয়া গেলেও কে বা কারা চিঠিটি সেখানে ফেলে দিয়ে গিয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছেন ইন্দোর পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের খোঁজার চেষ্টা চলছে। সূত্রের খবর ,খতিয়ে দেখা হচ্ছে জুনি ইন্দোর থানার পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে কোনও দুষ্কৃতিকারীর হাত থাকতে পারে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, যিনি সদ্য ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, এবং রাহুল গান্ধীকে উদ্দেশ্য বলেছিলেন যে “ভারত জোড়ো যাত্রা” এর পরিবর্তে “কংগ্রেস জোড়ো” অনুশীলন করা দরকার। রাহুল গান্ধী নির্বাচনমুখী গুজরাটে সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হলে, প্যাটেল বলেন, “কংগ্রেসের প্রথমে ভারত জোড় যাত্রার পরিবর্তে কংগ্রেস জোড় করা উচিত। প্রশ্ন হল রাহুল গান্ধী নির্বাচনের পরে আসবেন নাকি নির্বাচনের আগে। আমি কংগ্রেসে ছিলাম এবং আমি জানি যে কংগ্রেস সবসময় গুজরাটিদের অপমান করেছে এবং গুজরাটের পরিচয় ও গর্ব নিয়ে প্রশ্ন তুলেছে। গুজরাটের মানুষ কখনই কংগ্রেসকে গ্রহণ করেনি এবং করবেও না। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য আমাদের উন্নয়নের মডেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া

৭ সেপ্টেম্বর থেকে ভারত জোড়া যাত্রা কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। জানা গেছে, আগামী বছর কাশ্মীরে এই যাত্রা শেষ হবে। এটি ভারতের ইতিহাসে কোনো ভারতীয় রাজনীতিকের পায়ে হেঁটে দীর্ঘতম পদযাত্রা । কংগ্রেস এর আগে একটি বিবৃতিতে দাবি করেছে যে, রাজনীতিক, অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটিরাও ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, রাহুল গান্ধী সহ দলের সমস্ত সাংসদ, নেতা ও কর্মীরাও রয়েছেন। এই বছরের শুরুর দিকে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরাজয়ের শিকার হয়েছিল এবং এই যাত্রাকে আসন্ন নির্বাচনী লড়াইয়ের জন্য দলীয় পদমর্যাদা এবং ফাইলের সমাবেশ করার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version