Bharat Jodo Yatra: ব্যাহত হতে পারে ‘ভারত জোড়ো’ যাত্রা! হুঁশিয়ারি গুর্জার সম্প্রদায়ের নেতার

।। প্রথম কলকাতা ।।

Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা গত রবিবার মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের পথে এগিয়েছে। এর আগে তাঁর যাত্রায় পূজা ভাট, রিয়া সেন, অমল পালেকরের মতো বলিউড তারকারা যোগ দিয়েছেন। এবার এই যাত্রা রাজস্থানে প্রবেশের আগে রাহুল গান্ধীর জন্য একটা ছোট্ট রিমাইন্ডার। কংগ্রেস শাসিত মরুরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী শচীন পাইলটের মধ্যে অমীমাংসিত ক্ষমতার লড়াই জারি রয়েছে।

উল্লেখ্য, দলের সভাপতি নির্বাচনের আগ থেকে রাজস্থানের রাজনীতিতে সমস্যা দেখা দেয়। শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী করা না হলে কংগ্রেসের যাত্রায় ব্যাঘাত ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গুর্জার সম্প্রদায়ের এক বিশিষ্ট নেতা। গুর্জার নেতা বিজয় সিং বেন্সলা বলেছেন, ‘বর্তমান কংগ্রেস সরকার চার বছর পূর্ণ করেছে এবং এক বছর বাকি আছে। এখন শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী করা উচিত। যদি এমন হয়, তাহলে রাহুল গান্ধীকে স্বাগত জানাই। অন্যথায় আমরা বিরোধিতা করব’।

প্রসঙ্গত, সভাপতি নির্বাচনের জন্য প্রথমে নাম আসে গেহলটের। তারপরই সমস্যা দেখা দেয় রাজস্থানের রাজনীতিতে। গেহলটের নাম নির্বাচনের জন্য সামনে এলে, সকলে ধরেই নেন তিনিই সভাপতি পদে বসবেন। আর তাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবে, তাই নিয়ে প্রশ্ন ওঠে। তারপরেই নাম উঠে আসে শচীন পাইলটের এবং সমস্যা তৈরি হয় মরু রাজ্যের রাজনীতিতে। এবার ‘ভারত জোড়ো’ যাত্রা রাজস্থানে আসার আগে রাহুল গান্ধীর উদ্দেশ্যে একপ্রকার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বেন্সলা। শচীন পাইলটের হয়ে ব্যাট হাতে নিয়ে মিস্টার বেন্সলা আগেই রাহুল গান্ধীর কাছে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। এনডিটিভির সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে, ‘একজন গুর্জার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে পুরো সম্প্রদায় ভুগছে’।

নেতার কথায়, ‘আমরা কাউকে মুক্তিপণের জন্য আটকে রাখছি না। তবে আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? কেন আমরা সংঘর্ষের দিকে এগোচ্ছি! রাহুল গান্ধীর কাছে বিষয়টি পৌঁছানো দরকার রয়েছে যে, আদতে কী হচ্ছে!’ বলতে গেলে, অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে উত্তেজনা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রাকে ব্যাহত করার হুমকি দিচ্ছে। এদিকে বিজেপি ইতিমধ্যেই রাহুল গান্ধীর প্রচারণাকে উপহাস করেছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version