Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর সঙ্গে পা মেলালেন বোন প্রিয়াঙ্কা, যাত্রায় ক্রমশ বাড়ছে ভিড়

।। প্রথম কলকাতা ।।

Bharat Jodo Yatra: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বর্তমানে চলছে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী, স্বামী রবার্ট ভাদ্রাকে নিয়ে এই ভারত জোড়ো যাত্রায় যোগদান করলেন। এছাড়াও এই যাত্রায় তাদের সঙ্গে ছিলেন ছেলে রেহান। কন্যাকুমারী থেকে যে যাত্রাটি শুরু হয়েছে সেটি বর্তমানে রয়েছে মধ্যপ্রদেশে। ক্রমশ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় বৃদ্ধি পাচ্ছে মানুষের সংখ্যা।

গান্ধী ভাই বোনেদের একটি ছবি শেয়ার করে কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলের তরফ থেকে টুইট করা হয়, ‘আমরা যখন একসাথে হাঁটব তখন আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আরও শক্তিশালী হবে’। এই যাত্রায় অংশগ্রহণ করেন মধ্যপ্রদেশের কংগ্রেসের শীর্ষ নেতা কমলনাথ এবং দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশে দ্বিতীয় দিনে রাহুল গান্ধী খান্ডোয়া জেলা থেকে তাঁর যাত্রা শুরু করেন। তাঁর কাছে আসার জন্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কিন্তু নিরাপত্তার কারণে বাধা প্রাপ্ত হন তাঁরা। বর্তমানে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে দিয়ে এই যাত্রা চলছে। অন্যদিকে রাহুল গান্ধীকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে ভারত জোড়ো যাত্রাতে হামলা করার। তার জন্যই নিরাপত্তা ব্যবস্থা পূর্বের তুলনায় আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। যাত্রাপথে রাহুল গান্ধীর নিরাপত্তার জন্য রাস্তার দুই ধারে পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে। জানা যায়, মধ্যপ্রদেশে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতি অনেকটাই বেশি ছিল। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের এই ভারত জোড়ে যাত্রা প্রায় ৩৮০ কিলোমিটার পথ অতিক্রম করে রাজস্থানে প্রবেশ করবে বলে জানা গিয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version