Bengaluru: বেঙ্গালুরুতে ২ দিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে, দেখে নিন এলাকার নাম

।। প্রথম কলকাতা ।।

Bengaluru: বেঙ্গালুরুতে (Bengaluru) বসবাসকারী ব্যক্তিদের ১৭ই ডিসেম্বর এবং ১৮ই ডিসেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে। এই দুই দিন শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ (Power cut) থাকবে। শহরের ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণ কাজের (Quarterly maintenance work) জন্য বেসকম (BESCOM) বিদ্যুৎ পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে। শনি ও রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টের মধ্যে শহরবাসী কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্নতার সম্মুখীন হবেন ৷

ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (Bangalore Electricity Supply Company Limited) শনিবার এবং রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত যে এলাকাগুলিতে বিদ্যুৎ বন্ধ করার এলাকাগুলির পরিকল্পনা করেছে, সেগুলি এক নজরে দেখে নিন।

শনিবার যে যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে

হোসাকোট সিটি, আকাশবাণী, লক্কোন্ডনাহল্লি, গাট্টাগানবি, দাসারহল্লি এবং আশেপাশের এলাকা, ইলেক্ট্রনিক সিটি ফেজ-২, বীরসান্দ্রা, দোদঙ্গমঙ্গলা, অনন্তনগর, শান্তিপুরা, ইএইচটি বায়োকন, ইএইচটি টেকমাহেন্দ্র, ইএইচটি টাটা বিপি সোলার, চোকসেন্ট্রা, সাভারসেন্ট, বড়সেন্ট্রা, চকসান্দ্রা। গোডাউন, নানজাপ্পা লেআউট, নিউ মাইকো রোড, চিক্কলক্ষ্মী লেআউট, মহালিঙ্গেশ্বর বাডওয়ানে, ব্যাঙ্গালোর ডেইরি, রঙ্গদাসপ্পা লেআউট, লাক্কাসান্দ্রা, উইলসন গার্ডেন, চিন্নায়না পাল্যা, চন্দ্রাপ্পা নগর, বন্দে বস্তি, সুন্নাকাল ফোরাম, বৃন্দাবন বস্তি, এনডিআরআই, পুলিশ কোয়ার্ট ৮, পুলিশ ব্লক আদুগোডি, এনডিআরআই এনআইএএনপি, সেন্ট জন’স হাসপাতাল, মাইকো বোশ, জেএনসি সোরোন্ডিং, ৭ম ব্লক KHB কলোনি, কোরামঙ্গলা ৩য়, ৪র্থ, ৫ম ​​ব্লক, মারুথি নাগরা, ডাবাস কলোনি, ওল্ড মাদিওয়ালা, ওরাকল, মাদিওয়ালা, কৃষ্ণা আডুগড় শিল্প এলাকা, দাভানম জুয়েলার্স, নিমহান্স, কিদওয়াই, জয়নগর – ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৯ম ব্লক সোমেশ্বরনগর, উইলসন গার্ডেন, অ্যাকসেঞ্চার আইবিসি টেক পার্ক, ব্যানারঘাটা রোড, আরভি রোড, এমএনকে পার্ক, গান্ধী বাজার, দেবসান্দ্রা, চিক্কালপুর লাউ , বিজয়পুরা, তুবগেরে, মাদ্রাসাবরদোদি, লাক্কাসান্দ্রা, গুনাগরহল্লি, সুগ্গনাহল্লি, লক্ষ্মীপুরা, সূর্যনগর এবং আশপাশের এলাকায় আজ থেমে থেমে দেখা যাবে।

রবিবার যে যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে

ইটিবেল লাইন, সামান্দুর লাইন, আনেকাল, জিগানি লিংক রোড শিল্পের আশেপাশের এলাকা, ইএইচটি কেটিটিএম, চাঁদপুরা, হালে চাঁদপুরা, নেরালুরু, কীরথি লেআউট, মুথানাল্লুরু এবং চাঁদপুরা স্টেশন, মাইসান্দ্রা, যদুভিনাহল্লি এলাকা, বোমাসান্দ্রা শিল্প এলাকা, বীরসান্দ্রানগর, দাবাসান্দ্রানগর এবং দাবাসান্দ্রানগর, নেলামঙ্গলা, থায়ামাগোন্ডলু, টি বেগুর, হিরেহাল্লি, আভারহাল্লি, এসকে স্টিল (ইএইচটি), জিন্দাল (ইএইচটি), দাবাসপেট সাব ডিভিশন এলাকা, বেগুর সাবস্টেশন, থায়ামগোন্ডলু সাবস্টেশন, আলুর সাবস্টেশন, এও স্মিথ, ভোরখা, অর্কিড লেমিনেটস, সেন্ট গোবেইন, বৃষভবতীর ডাউন স্ট্রীম, চন্দ্র লেআউট, স্যার এমভি লেআউট, কেঙ্গেরি, মহীশূর রোডের কাছাকাছি এলাকা, নাহাল, আরনান্দা ব্যাটারায়নাপুরা, দোদ্দাথাগুর, বোম্মনাহাল্লি, এনজেআর লেআউট, চিকথগুর, হঙ্গাসান্দ্রা, কনাপ্পান অগ্রহারা, আনুসোলার রোড, চেয়ার ফ্যাক্টরি রোড, মাইসোর ইঞ্জিনিয়ারিং রোড এবং সানরাইজ কাস্টিং রোড এলাকায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version