Bengaluru International Airport: ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ বেঙ্গালুরু বিমানবন্দর, কী জানাচ্ছে কর্তৃপক্ষ?

।। প্রথম কলকাতা।।

Bengaluru International Airport: ১৪তম ‘Aero India Show-2023’-এর জন্য আগামীকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১০ দিন আংশিক বন্ধ থাকবে বেঙ্গালুরুর (Bengaluru) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেইসঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের অসুবিধা হওয়ার জন্য ট্যুইট করে দুঃখপ্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, প্রতি দু’বছর অন্তর এই আয়োজন করা হয়ে থাকে। এবারে চলতি মাসে সেই আয়োজন করা হয়েছে। শুরু হচ্ছে কবে? আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ‘Aero India Show-2023’ শুরু হচ্ছে, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু এর দরুন বিমানবন্দরের আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে চরম বিপদে পড়বেন যাত্রীরা, আশঙ্কা এমনটাই।

‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যাত্রীদের নিজ নিজ এয়রলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ওই দিনগুলিতে বাণিজ্যিক বিমান চলাচলে কোনরকম ব্যাঘাত ঘটলে বুকিংয়ের টাকা পুরো ফেরত দিয়ে দেওয়া হবে। পরিবর্তন করা হয়েছে বেসরকারি বিমান চলাচলের সময়সূচীও। বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে, আগামীকাল বাণিজ্যিক বিমান চলাচল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। এই বিধিনিষেধ জারি থাকবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি শো-এর মহড়ার কারণে রানওয়ে বন্ধ থাকবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ।আর যেদিন উদ্বোধন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারিও একই সময় বন্ধ থাকবে আকাশপথ।

আর বাকি দিনগুলি? যথাক্রমে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে আকাশপথ। আর বাকি দুইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘Aero India Show-2023’-এর উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কিন্তু এই উদ্বোধনের জেরে ধকল পোহাতে হবে যাত্রীদের। যদিও সেই অসুবিধার জন্য আগেভাগেই দুঃখ প্রকাশ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখন যাঁরা সেই সময় ওই আকাশপথেই যেতেন, তাঁদেরকে বিকল্প কিছু ভাবতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version