Congress: বঙ্গে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় নয়া ফর্মুলা কংগ্রেসের, ফলপ্রসূ হলে আখেরে লাভ কার ?

।। প্রথম কলকাতা।।

Congress: ‘ইন্ডিয়া’র বৈঠকের পরে কংগ্রেস হাইকম্যান্ড তড়িঘড়ি দিল্লিতে তলব করে বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। বিগত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আসছে কংগ্রেস। তবে জাতীয় রাজনীতিতে বিজেপিকে হারাতে ফের পাশাপাশি এসেছে কংগ্রেস এবং তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনে আদেও কি তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে কংগ্রেস ? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বঙ্গ কংগ্রেসের অধিকাংশ নেতারই মত, রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়া উচিত নয় দলের। অবশ্য বাংলায় কংগ্রেসকে তৃণমূল কীভাবে ভেঙেছে, তা নিয়ে অবগত রাহুল গান্ধীও। এমনটা নিজের মুখেই জানিয়েছেন তিনি।

দেশের ৫৪৩ টি কেন্দ্রের মধ্যে ৩০০ টি কেন্দ্রে চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। বাকি যে আসন অবশিষ্ট রয়েছে অর্থাৎ ২৪৩ টি আসন। সেই আসনগুলোতে লড়বে জোটের শরিক দলগুলি। কিন্তু আসন সমঝোতা ঠিক কতগুলিতে হবে , কি ভাবে হবে তা এখনো সম্পূর্ণ রূপে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে তাঁদের কি অভিমত সেটা জানার জন্যই বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তলব করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করতে নারাজ একাংশ , বদলে বামেদের সাথেই তারা জোটে যেতে চান।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর এবং দক্ষিণ মালদা আসনে জয়লাভ করে কংগ্রেস। আর সেই দুটি আসনই কংগ্রেসের জন্য বাংলায় ছাড়তে চায় তৃণমূল কংগ্রেস, এমনটা আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সূত্র যেটা বলছে ২ টো নয় ৬ টা আসনের জন্য কথা বলবে কংগ্রেস। কিন্তু আদেও এই সমঝোতা কতটা কাজে দেবে সেটাই এখন দেখার।

বৈঠকে প্রায় সব নেতাই জানিয়েছেন, শেষ পর্যন্ত হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, তাই তাঁরা মাথা পেতে মেনে নেবেন। এর পরিপ্রেক্ষিতে নাকি রাহুল গান্ধী অধীরদের জানান, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকমান্ড। রাজ্য নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন রাহুল।

উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে ২০১১ সালের পর কংগ্রেসের কোনও নির্বাচনী সমঝোতা পশ্চিমবঙ্গে হয়নি। কংগ্রেস-বামেরা জোট করেছিল তৃণমূলের বিরুদ্ধে ২০১৬ সালে। ২০১৯-এর লোকসভা ভোটে জোট না-হলেও সিপিএম অধীর চৌধুরী ও আবু হাশেম খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি। কংগ্রেসের সঙ্গে বাম ও আইএসএফ জোট করেছিল আবার ২০২১-এর বিধানসভা নির্বাচনে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version