Weather update: বাংলায় নেই মান্দাসের প্রভাব, আসছে শীতের লম্বা স্পেল

।। প্রথম কলকাতা ।।

Weather update: শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড় মান্দাস। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা এরকমই দু চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রাজ্যে সোমবার পর্যন্ত মেঘলা থেকে হালকা মেঘলা আকাশ থাকলেও আগামী পাঁচ দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।।

কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। সোমবার বা মঙ্গলবার পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে।

শুক্রবার রাতে পুদুচেরি এবং শ্রী হরিকোটার মধ্যে আছড়ে পড়ে মান্দাস। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ৮৫ কিলোমিটার। শক্তিশালী সাইক্লোন এর দাপটে ২০০ বেশি গাছ উপড়ে পড়েছে তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায়।

আন্দামান-মহাসাগরের নিম্নচাপের দরুন জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে বঙ্গোপসাগরে। এজন্য মেঘলা আকাশ ছিল। এই কারণে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বেড়ে গিয়েছে। পরবর্তী দু-তিন দিন একই রকম আবহাওয়া থাকবে। তারপর আবার তা কিছুটা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। একই রকম থাকবে তাপমাত্রা আগামী দুদিন।

জানা গিয়েছিল মানদাস এর প্রভাবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহের তাপমাত্রা আর ১৫ এর নিচে নামবে না। অনেকদিন ধরেই সকলের প্রশ্ন কবে শুরু হবে শীতের লম্বা স্পেল। আলিপুর আবহাওয়া দপ্তরের ইঙ্গিত অনুযায়ী সম্ভবত ১৫ই ডিসেম্বর এর পরে শীতের স্থায়ি স্পেল আসতে চলেছে পশ্চিমবঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version