DA Case: সুপ্রিম কোর্টে বেঞ্চ বদল ডিএ মামলার, শুনানি আগামী সোমবার

।। প্রথম কলকাতা ।।

DA Case: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বর্তমানে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন। এই মতো পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন বেঞ্চে বদল করা হল ডিএ মামলা (DA Case)। জানা গিয়েছে এবার মামলাটির শুনানি চলবে, বিচারপতির দিনেশ মাহেশ্বরী এবং বিচারপতির হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ১৬ জানুয়ারি সোমবার এই মামলার শুনানি হবে দুই বিচারপতির বেঞ্চে।

সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল ২০২২ সালে। কিন্তু ডিসেম্বর মাসের সেই শুনানি পিছিয়ে যায়। কারণ বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলায় রায় দান করবেন না, এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেন। যার কারণে ডিসেম্বর থেকে মামলাটি পিছিয়ে আসে জানুয়ারিতে। আর এবার জানুয়ারি ১৬ তারিখে অবশেষে নতুন বেঞ্চে মামলার শুনানি হবে এমনটাই জানানো হয়েছে। যদিও বিচারপতি দীপঙ্কর দত্তের আগে দিয়ে মামলায় বিচারপতি হৃষিকেশ রায়ের সঙ্গে ডিভিশন বেঞ্চে ছিলেন বিচারপতি মাহেশ্বরীই।

সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি ২০২২ সালের ৫ ডিসেম্বর শুনানির জন্য উঠেছিল। কিন্তু তাকে পিছিয়ে ১৪ ডিসেম্বর করে দেওয়া হয়। ডিএ মামলার শুনানির জন্য নতুন করে বেঞ্চ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই বেঞ্চে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতির হৃষিকেশ রায়। তবে দীপঙ্কর দত্ত জানান, তিনি পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে কোনো রকম রায় দান করবেন না। এই কারণে শুনানিতে কিছুটা বিলম্ব হয়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) তরফ থেকে রাজ্যকে গত বছরের মে মাসের নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version