।। প্রথম কলকাতা ।।
Higher Secondary Examination 2023: ২০২৩ এর ১৪ই মার্চ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা কেন্দ্র (Exam Centre) গুলির জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষ নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গের (West Bengal) পড়ুয়াদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সেদিকে কড়া নজর রেখেছে সংসদ। ২০২৩ এ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার। পরীক্ষা চলবে ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত। পরীক্ষার ফলাফল (Result) প্রকাশ হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে, এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন সংসদের সভাপতি।
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। পরীক্ষা শুরুর অন্তত এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথম দিনের পর থেকে পরীক্ষা শুরুর আধঘন্টা আগে প্রবেশ করলেও হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রত্যেক পরীক্ষার দিন সই করতে হবে অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোলে। গতবছরের তুলনায় এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ বেশি। পরীক্ষা হলে যাতে কোনো রকম ভাবে টোকাটুকি না হয় কিংবা প্রশ্নপত্র ফাঁস না হয় সেদিকে কড়া নজর রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর। অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এর মাধ্যমে যদি কোন পড়ুয়ার কাছে কোন ধরনের ডিভাইস থেকে যায় তাহলে বিপ শব্দ হবে। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই প্রথম। পরীক্ষা হলে মোবাইলসহ ইলেকট্রনিক জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। যদি কোন পড়ুয়া মোবাইল ফোনসহ ধরা পড়ে সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেন্টার ইন চার্জ, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি সহ শিক্ষা কর্মীরাও পরীক্ষা কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
২০২৩ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩৪৯টি। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরীক্ষার্থী শৌচালয় যেতে পারবেন না। পাশাপাশি পরীক্ষার শেষের ১২.৪৫ মিনিটের আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্র ছেড়ে বাইরে যেতে পারবেন না। যে কোন অসুবিধার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বরটি হল ০৩৩২৩৩৭০৭৯২। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর গুলি হল ০৩৩২৩৩৭৪৯৮৪,৮৫,৮৬,৮৭।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম