WhatsApp Group Message: সাবধান! হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিজনক পোস্ট করলে দায়ী অ্যাডমিন, পাবেন কড়া শাস্তি

।। প্রথম কলকাতা ।।

WhatsApp Group Message: হোয়াটসঅ্যাপ (WhatsApp), ফেসবুক (Facebook) বা সোশ্যাল মিডিয়ার (Social Media) অন্যান্য মাধ্যমে আপত্তিকর পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে উস্কানি সৃষ্টি করলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে এখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমন নিয়ম হতে চলেছে খান্ডোয়ায় (Khandwa)। ‘Oneindia hindi’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, যদি এমন কাজ কেউ করেন তাহলে সাবধান হন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারির কার্যবিধির ১৪৪ নম্বর ধারায় এই বিষয়ে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে আপত্তিকর মেসেজ, ছবি, ভিডিও ফরওয়ার্ড বা পোস্ট করলে এক্ষেত্রে গ্রুপ অ্যাডমিন (Admin) কিংবা বার্তা সম্প্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার আইনশৃঙ্খলার উন্নতির জন্যই ফৌজদারির কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। এই আদেশে বলা হয়েছে, সাইবার অপরাধের ঘটনার রুখতে সাইবার ক্যাফেতে সিসিটিভি ক্যামেরা বসাতেই হবে। সেই ক্যামেরার রেকর্ড সংরক্ষণ করে রাখতে হবে কমপক্ষে এক মাস। এই কাজের দায়িত্ব থাকবে সাইবার ক্যাফের অপারেটরদের। যারা সাইবার ক্যাফে চালাবেন এবং সেখানে কর্মরত কর্মচারীদের ছবিসহ পরিচয় পত্র থানায় জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে ওই ক্যাফের মালিকের বৈধ লাইসেন্সের কপি। সাইবার ক্যাফেতে কোন ব্যক্তি কম্পিউটার ব্যবহার করতে এলে তাদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে আইডি প্রুফ দেখা অবশ্যই জরুরি। আইডি প্রুফ ছাড়া কোন ব্যক্তিকে সাইবার ক্যাফের কম্পিউটার পরিচালনা করতে দেওয়া যাবে না।

যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে ১৮৮ নম্বর ধারার অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচালকসহ সদস্যরা তাদের গ্রুপে যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বার্তা শেয়ার করেন তাহলে তার জন্য দায়ী থাকবেন অ্যাডমিন অর্থাৎ এই ধরনের বিতর্কিত বার্তা প্রচার করা যাবে না। পাশাপাশি অ্যাডমিনের উপর রয়েছে গুরুদায়িত্ব। যদি দেখেন গ্রুপের কোন সদস্য গ্রুপে আপত্তিজনক বার্তা প্রচার করছেন তাহলে সেই সংবাদ পুলিশ স্টেশনকে জানানোর দায়িত্ব অ্যাডমিনের। এক্ষেত্রে যদি অ্যাডমিন ব্যর্থ হন তাহলে সেই দায়ভার পড়বে তার উপর।

বারংবার দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলিকে হাতিয়ার করে আপত্তিজনক পোস্টের মাধ্যমে অশান্তি সৃষ্টি হয়েছে। এবার সেই বিষয়ে মোকাবিলা করতে এমন নির্দেশ জারি করা হল। পাশাপাশি সাইবার ক্রাইম রুখতে এই জরুরি পদক্ষেপ। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশ নষ্ট করেন এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিবেশ নষ্ট করবে এমন পোস্ট যদি সময় মতো সরিয়ে ফেলা না হয় তার জন্য দায়ী হতে পারেন অ্যাডমিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version