WhatsApp Fake Call: সাবধান! ভারতের ৯৫% হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে ভুয়ো কল, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

WhatsApp Fake Call: অফিসের ব্যস্ততার মাঝে কিংবা মাঝরাতে হঠাৎ করে হোয়াটসঅ্যাপের (WhatsApp) ভুয়ো কলে (Fake call) ঘুম ভেঙে যায়। এই সমস্যায় অনেকেই পড়েছেন। ভারতে (India) ঠিক কত শতাংশ মানুষ এই সমস্যার মধ্যে রয়েছেন জানলে তাজ্জব হয়ে যাবেন। সম্প্রতি এই বিষয়ে একটি সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ‘অমর উজালা’য় প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৫০ মিলিয়নেরও বেশি। এই ব্যবহারকারীদের ৯৫ শতাংশ ভুয়ো এবং স্প্যাম কলের কারণে নানান সমস্যায় পড়েছেন।

সাম্প্রতিক এক জরিপ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। জরিপে জড়িত ৭৬ শতাংশ মানুষ একমত যে গত কয়েক মাসে স্প্যাম কল এবং স্প্যাম মেসেজিং উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এই সমীক্ষাটি করেছে লোকাল সার্কেল (LocalCircles)। লোকাল সার্কেলের এই সমীক্ষাটি ২০২৩ এর ১ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। জরিপ করা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ৯৫ শতাংশ বলেছেন যে তারা প্রতিদিন অন্তত একবার স্প্যাম কল এবং বার্তা পেয়েছেন। অপরদিকে ৪১ শতাংশ বলেছেন যে তারা প্রতিদিন ৪ বা তার বেশি স্প্যাম কল পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে এই ধরনের কল ও মেসেজ আসছে। প্রতিবেদনের প্রতিক্রিয়ায়, একজন মেটা মুখপাত্র বলেছেন যে হোয়াটসঅ্যাপের এমন সিস্টেম রয়েছে যা হোয়াটসঅ্যাপকে দ্রুত একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট পাঠানো থেকে স্থগিত করতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, যদি একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট ক্রমাগত নেতিবাচক প্রতিক্রিয়া পায়, তবে সেই অ্যাকাউন্টের ব্যবসায়িক অ্যাক্সেস সরিয়ে দেওয়া হবে। ব্যবহারকারীরা বলেছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে তাদের কার্যকলাপের ভিত্তিতে স্প্যাম এবং প্রচারমূলক বার্তা পাচ্ছেন। এই সমীক্ষায় দেশের ৩৫১টি শহর থেকে ৫১ হাজার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

DND পরিষেবা চালু থাকার পরেও, ৯২ শতাংশ মানুষ অবাঞ্ছিত কল দ্বারা সমস্যায় পড়েছেন। কিছুদিন আগে, লোকালসার্কেল টেলিমার্কেটিং সম্পর্কিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে ৯২ শতাংশ মোবাইল ব্যবহারকারী প্রতিদিন টেলিমার্কেটিং কলের কারণে সমস্যায় পড়েছেন। লোকাল সার্কেলের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ মানুষ বলেছেন যে তারা আর্থিক পরিষেবা এবং রিয়েল এস্টেটের লোকদের কাছ থেকে সর্বাধিক কল পান। সমীক্ষায় ১১,১৫৭ জন মোবাইল ব্যবহারকারী অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে ৬৬ শতাংশ বলেছেন যে তারা প্রতিদিন কমপক্ষে তিনটি টেলিমার্কেটিংয়ের কল পেয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version