।। প্রথম কলকাতা ।।
Fake QR Codes: মানি ব্যাগ এখন সঙ্গে না থাকলেও চলে। ঠেলার সবজি বিক্রেতা থেকে ঝাঁ-চকচকে শপিং মল, সর্বত্র এখন কিউআর কোডের রমরমা। মোবাইল স্ক্যান করে নিমেষে পেমেন্ট। অনলাইন লেনদেনে কিউআর কোডের গুরুত্ব বেড়েই চলেছে। যাঁরা পেটিএম, গুগল পে বা ফোনপে ব্যবহার করছেন তাঁরা জানেন সুবিধা কতটা। খুচরোর সমস্যা থেকে শুরু করে সঙ্গে টাকা না থাকা, ভরসা তখন অনলাইন পেমেন্ট। পকেট থেকে মোবাইল বের করে শুধু স্ক্যান করার অপেক্ষা। এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। কিন্তু এই কিউআর কোডই আপনাকে চরম বিপদে ফেলতে পারে, তা কি জানেন? জানেন, নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট! কিভাবে? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
দিনে দিনে কিউআর কোডে পেমেন্ট দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। এবার সেই কিউআর কোডকেই প্রতারণার হাতিয়ার বানিয়েছে সাইবার জালিয়াতরা। তাদের ফাঁদে পড়ছেন অনেকেই। কীভাবে এই প্রতারণা চলছে? জাল কিউআর কোড বসিয়ে রাখছে প্রতারকরা। সেটা স্ক্যান করলেই ফোনে ডাউনলোড হয়ে যাচ্ছে ম্যালওয়্যার। নীরবে ফোন থেকে চুরি যাচ্ছে যাবতীয় তথ্য। এই ধরনের ভুয়ো কিউআর কোড স্ক্যান করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারবে প্রতারকরা। তখন নিমেষে অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে প্রতারকরা।
এখন প্রশ্ন হল,আসল-নকল কিউআর কোড চেনার উপায় কি? এক নজরে আসল না নকল বোঝা কঠিন। তবে মনোযোগ দিয়ে দেখলে সহজে জাল কিউআর কোড চেনা যায়। বেশিরভাগ সময়েই কিউআর কোডের ওপর কিছু পেস্ট করা থাকে। অনেক সময় দেখতেও আলাদা হয়।এ রকম কিছু নজরে পড়লে স্ক্যান না করাই ভাল। তখন অন্য ভাবে পেমেন্ট করতে হবে। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সময় দোকান এবং মালিকের নাম মিলিয়ে দেখে নিন। প্রয়োজনে দোকানদার বা সেলসম্যানকে জিজ্ঞেস করতে হবে, কার নামে টাকা পাঠাবেন।
দোকানদারের বলা নাম এবং স্ক্যানের পর আসা নাম এক হলে তবেই পেমেন্ট করা উচিত। কিউআর কোড স্ক্যানার বা গুগল লেন্স দিয়ে কিউআর কোড স্ক্যান করেও দেখে নিতে পারেন। কোডের ইউআরএল কোথায় নিয়ে যাচ্ছে- এটা তা জানিয়ে দেবে। মনে রাখবেন,কারও কাছ থেকে টাকা নিতে চাইলে কিউআর কোড স্ক্যানের দরকার নেই। হোয়াটসঅ্যাপ বা ই-মেলে কিউআর কোড পাঠিয়ে টাকা পাঠানোর কথা বললে বুঝতে হবে, এটা ফাঁদ। কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পিন লিখলেই অ্যাকাউন্ট থেকে টাকা হাপিস হয়ে যাবে। কিউআর কোডের সুবিধা উপভোগ করুন। তবে তা করুন একটু সতর্ক হয়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম