।। প্রথম কলকাতা ।।
Weather Update: সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ২০২৩ এ তীব্র গরম পড়তে চলেছে, যার চরম ফল ভুগতে হবে ভারতবাসীকে। ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী ১০ থেকে ১৫ই এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারো বেশ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ২০২৩ এ রেকর্ড গরম পড়তে চলেছে। এই সময় একটু সাবধানে থাকা উচিত।
এপ্রিলের মাঝামাঝি পুরুলিয়া জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে শীতের সময় তীব্র হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, আবার গরমের সময় তীব্র দাবদাহ দেখা দেয়। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা গরমের জ্বালায় স্বস্তি দেবে না। একইভাবে কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণের সব জেলাবাসীকে গরমের তাপে পুড়তে হবে। আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রার পারদ বাড়তে পারে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত।
৯ এপ্রিল রবিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভোরের দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও সারাদিন ভ্যাপসা গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী। ভারতের আবহাওয়া বিভাগ (মৌসম বিভাগ) তাপপ্রবাহ সংক্রান্ত একটি সতর্কতা (আইএমডি সতর্কতা) জারি করেছে। জানিয়েছে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তাপ সমস্যা বাড়তে চলেছে। আগামী দিনে অনেক রাজ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ (মৌসম বিভাগ) উত্তর ভারতে তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে, যদিও সেখানে এই সময়ের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (৯ এপ্রিল) জাতীয় রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা মরসুমের গড় থেকে চার ডিগ্রি কম। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস সহ আংশিক মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম