NCIB Headquarters: সাবধান! নারীদের ছম্মক- ছল্লো আইটেম কিংবা ডাইনি বললেই ৩ বছরের জেল

।। প্রথম কলকাতা ।।

NCIB Headquarters: সমাজে বহু মানুষ আছেন যাদের কাছে নারীদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য বা অশ্লীল অঙ্গভঙ্গি করা রীতিমত ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ধর্মে যেখানে নারীদের দেবীর মর্যাদা দেওয়া হয়েছে, যাকে সম্মান করা সমস্ত ভারতীয়দের কর্তব্য, ঠিক তার উল্টোটা হচ্ছে বর্তমানে। রাস্তায় বেরোলে নারীদের মাঝে মাঝে নানান ধরনের কটুক্তির সম্মুখীন হতে হয়। যদিও পুলিশ প্রশাসন এই আচরণকারী ব্যক্তিদের প্রতি বেশ কড়া, তবুও সমাজ থেকে সম্পূর্ণভাবে নারীদের নিয়ে কটুক্তি করা এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। আপনি কি জানেন, এই ধরনের অন্যায় করা ব্যক্তিদের আইপিসিতে কঠোর শাস্তি দেওয়া হয়! কোন নারীকে আপনি যদি আইটেম, ডাইনি, কালামুখী, চরিত্রহীন, বিপথগামী, ছম্মক-ছল্লোর মতো শব্দ দিয়ে সম্বোধন করেন কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি করেন তাহলে ৩ বছরের জেল হতে পারে।

সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (National Crime Investigation Bureau) অর্থাৎ NCIB সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে (Twitter) একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, যদি কোন ব্যক্তি কোন নারীকে বিপথগামী ছম্মক-ছল্লো, আইটেম, ডাইনি, কালামুখী, চরিত্রহীনের মত শব্দ দিয়ে সম্মোধন করেন কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি করে তাহলে তাকে আইপিসির ৫০৯ ধারায় শাস্তি দেওয়া হবে। আসলে এই ধরনের আচরণ নারীদের শালীনতাকে অসম্মান করে। অপরাধী ব্যক্তির ৩ বছরের জেল কিংবা আর্থিক জরিমানা হতে পারে। এমনকি অপরাধী ব্যক্তির উভয় দণ্ড হতে পারে।

 

সোশ্যাল মিডিয়ায় এনসিআইবির এই পোস্টটি দেখে অনেকেই নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউবা পোস্টটি লাইক করেছেন, আবার কেউবা শেয়ার করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ৩ বছর হলে কি হবে, যদি জীবন নষ্ট করতে হয় তাহলে শুধু পুরুষদের ফাঁসির বিধান করুন। অপরদিকে আর এক ব্যবহারকারী লিখেছেন, এই কথাগুলো নিজেদের মধ্যে খুব সাধারণ ভাবে বলা হয়, কিন্তু সমস্যা হল যখন কথা বলার উদ্দেশ্য কাউকে অপমান করা বা সত্যিই খারাপ সেক্ষেত্রে মহিলাদের এই শব্দগুলিতে আপত্তি রয়েছে। আবার কিছু কিছু ব্যবহারকারী প্রশ্ন করেছেন, যদি কোন মহিলা পুরুষকে নেশাখোর, কুকুর চাপড়ির মতো শব্দ দিয়ে সম্বোধন করে, তাহলে কি কোন শাস্তির বিধান আছে? এক ব্যবহারকারী লিখেছেন, নারীদের দ্বারা পুরুষের গালিগালাজ করার জন্য সমান শাস্তির বিধান থাকা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version