।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: ‘বাংলা লড়াই করে সংহতি, সম্প্রীতি বজায় রাখার জন্য। বাংলার আরেক নাম লড়াই, মানবিকতা-শিক্ষা-শিল্পের জন্য লড়াই করে’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থেই চাঁদের হাটে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান সকলেই। ছিলেন জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিংহ। মুখ্যমন্ত্রীর সম্প্রীতি সংহতির বার্তার মধ্য দিয়েই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF2022) উদ্বোধন হল। শুক্রবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তারকাখচিত মঞ্চ ছিল যেন এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, ”বাংলা লড়াই করে সংহতি, সম্প্রীতি বজায় রাখার জন্য। বাংলা কখনও মাথা নত করে না। বাংলা কখনও ভিক্ষা চায় না। বাংলা চলে মাথা উঁচু করে।’ দিলেন সেতুবন্ধনের বার্তা। আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি বললেন, বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে। সেই সঙ্গে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগঘন বক্তব্যে অমিতাভ বলেন,
তিন বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আসতে পারিনি, তার জন্য খুব কষ্ট হয়েছে। চলচ্চিত্র উৎসবের রেপ্লিকা উদ্বোধন করেন শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার একাধিক মনীষীদের নাম করে তাঁদের দেখানো পথে বাংলা হাঁটবে বলেই জানান মুখ্যমন্ত্রী। কলকাতার মঞ্চে আন্তর্জাতিক স্তরে গুণী বাঙালিদের স্মরণ করার পাশাপাশি সিনেমা নিয়েও প্রত্যয় ঝরে পড়ে মুখ্যমন্ত্রীর গলায়। ঋত্বিক ঘটক, মৃণাল সেন থেকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সকলের কথা উঠে আসে তাঁর বক্তব্যের মাঝে।
সিনেমার সঙ্গেই গানের জগতের কিংবদন্তিদের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বিশেষভাবে স্মরণ করেন লতা মঙ্গেশকরকে। উঠে আসে কলকাতায় অনুষ্ঠান করতে এসে মর্মান্তিকভাবে মৃত কেকের কথাও।
প্রতি বছর চলচ্চিত্র উৎসবের আসর বসে সিনেপ্রেমী বাঙালির প্রাণকেন্দ্র নন্দন প্রেক্ষাগৃহে। এছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থের মতো জায়গায় দেখানো হবে দেশ-বিদেশের সিনেমা।
এবারের চলচ্চিত্র উৎসবের থিম- ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ জুটির ছবি অভিমান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম