Weather Update: গুমোট গরমে দাঁড়ি, বঙ্গোপসাগরে তোলপাড়, ৪-৪ টে ঘূর্ণাবর্তের এফেক্টে ভাসবে বাংলা?

।। প্রথম কলকাতা ।।

Weather Update: দু-দুটো ঘূর্ণাবতে বঙ্গোপসাগরে তোলপাড়। তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার মুড সুইংয়েই বড় বিপদ? কোথায় কোথায় জারি রেড অ্যালার্ট? বর্ষা ভুলিয়ে দিয়েছে অগাস্ট, সেপ্টেম্বরের শুরুতেই ভাসবে উত্তর থেকে দক্ষিণ। গুমোট গরম নাকি ঝড় বৃষ্টিতে নাজেহাল অবস্থা? পুরো এক সপ্তাহের মেগা আপডেট জানেনিন। সাইক্লোনিক সার্কুলেশনের জের। একেবারে দমবন্ধ হাঁসফাঁস অবস্থা৷ এর মধ্যেই ১লা সেপ্টেম্বর থেকে আবহাওয়ায় বড় বদল। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।শু ধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়ও বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে।

২রা সেপ্টেম্বর মানে শনিবার থেকে বৃষ্টির তীব্রতা ফের একবার বাড়তে চলেছে। বৃষ্টি চলবে ৩ তারিখ রবিবার পর্যন্ত। রবিবারের পর অন্যান্য জেলায় বৃষ্টিপাত কিছুটা কমে এলেও, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টি চলবে ৭ তারিখ মানে বৃহস্পতিবার পর্যন্ত। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের তালিকায়। আর, পশ্চিমের জেলাগুলা অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু, কয়েকদিন এর ভ্যাপসা গরমের মাঝেই হঠাৎ আবহাওয়ার এই খামখেয়ালিপনা? জোরালো কারণ আছে।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, সঙ্গে দুদুটো ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন, যা মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত। আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের কাছে, যা লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত। না এখানেই শেষ নয়। ৪ঠা সেপ্টেম্বর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। একইসাথে সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে মৌসুমি অক্ষরেখা। এছাড়াও একটা উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হতে পারে। তাহলে কী এই কারণেই বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন?

হ্যাঁ আবহাওয়ার এই ভোলবদল এর নেপথ্যে আলিপুর আবহাওয়া দফতর নতুন করে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের এফেক্টকেই দায়ী করছে। কিন্তু, এতোকিছুর পরেও দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পার্বত্য বঙ্গের অন্যান্য জেলাগুলোতে আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে, উত্তরবঙ্গেও আগামী ৫ দিনে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। কিন্তু, দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ কম থাকবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version