Cyclone Alert: বাংলা না বাংলাদেশ! কোথায় ঘূর্ণিঝড় মোকা ল্যান্ডফল? জেনে নিন এখনই

।। প্রথম কলকাতা ।।

Cyclone Alert: বাংলা না বাংলাদেশ কোথায় হবে ঘূর্ণিঝড় মোকার ল্যান্ডফল? আবহাওয়া দফতর জানিয়ে দিল মোকার গতিপথ সম্পর্কে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ কত হবে এই ঘূর্ণিঝড়ের? ৭- ৯ মে অতি সতর্ক থাকতেই হবে নয়ত বিপদ। ঘূর্ণিঝড় মোকার খবর তো চারিদিকে কিন্তু সঠিক তথ্যগুলো আপনার জানা তো?

আলিপুর আবহাওয়া দফতর কিন্তু পরিস্কার করে দিয়েছে ঘূর্ণিঝড় মোকা নিয়ে বঙ্গবাসীর ভাবা উচিত কিনা। আগে আশঙ্কা করা হচ্ছিল ১৮ মে অমাবস্যার দিন। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশালে আঘাত হানতে পারে মোকা। তবে এবার বোধহয় কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল।

IMD-র তরফে জানানো হয়েছে আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যা ৭ মে পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। ৮ মে তা গভীর নিম্নচাপের রূপ নেবে। তারপর তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে। এবং মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনের আকার ধারণ করতে পারে। তাহলে ল্যান্ডফল কোথায় হবে? আলিপুর আবহাওয়া দফতরই বা কি বলছে? বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ নাকি বাংলাদেশ? ঠিক কোন রাজ্যের কোন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? তা এখনও স্পষ্ট করেনি IMD আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান আগামী ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই নতুন করে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে৷ মোকা বাংলায় কতটা প্রভাব ফেলতে পারবে। তা এখনও স্পষ্ট করে বলেনি আলিপুর আবহাওয়া দফতর তাই একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। আর এই মোকার প্রভাবেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছে IMD ওড়িশা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কিন্তু তবুও প্রিকশন নিয়ে ছাড়ছে না পট্টনায়ক সরকার৷ IMD স্পষ্ট জানিয়েছে, ওডিশা উপকূলে এখনও পর্যন্ত মোকা আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। যদিও হাই অ্যালার্ট জারি করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত নবীন পট্টনায়েক সরকার।

এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্র উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। জানাচ্ছে IMD৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version