Weather Update: তুমুল ঝড়বৃষ্টিতে তছনছ বাংলা ? জাকিয়ে শীত, পড়বে বরফ! দেশেও বড় এফেক্ট

।। প্রথম কলকাতা ।।

Weather Update: তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা? জাকিয়ে শীত পড়ার দিনক্ষণ ঠিক? হেমন্তেই আবহাওয়ার সাঙ্ঘাতিক মুড সুইং। আপনার লোকেশন রেড অ্যালার্টে? তোলপাড় করা ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? বৃষ্টির দাপটে দেশজুড়ে কতটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে? হাওয়া অফিসের বড় আপডেট! সিজন চেঞ্জ হচ্ছে। শীত শীত আমেজ। এর মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি। ভাবতে পারছেন কিভাবে পারদ পতন ঘটবে? বাড়ি থেকে বেরোনোর আগে ওয়াদেরর লেটেস্ট আপডেট টা জেনে নিন।

নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টি। ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হাল্কা বৃষ্টির চান্স থাকছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্যদিকে, উত্তরেও সপ্তাহের মাঝেই নামতে পারে বৃষ্টি। ১লা নভেম্বর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর কিছু কিছু এলাকায়। ৪ঠা নভেম্বর, শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাহলে, শীত আর কতদূরে? অসময়ের বৃষ্টি শীতে ব্যাঘাত ঘটাতে পারে কী?

এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। বৃষ্টির আগে পর্যন্ত বা যেসব জেলায় বৃষ্টি হবেনা সেখানে এরকমই কাটবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের অনুভূতি বাড়ছে। একইভাবে দক্ষিণবঙ্গেও পারদ পতনে শীতের আমেজ মিলছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সন্ধে নামলেই ভালো মতো ঠান্ডার আমেজ মিলছে। দুই বঙ্গেই ধীরে ধীরে উত্তুরে হাওয়া ঢুকতে থাকবে। তারই হাত ধরে বাড়বে ঠান্ডার অনুভূতি। মোটের উপর আগামী কয়েকদিন কলকাতার আবহাওয়াও মনোরম থাকবে।

শুধু বাংলা নয়, বৃষ্টির দাপটে নাজেহাল হতে চলেছে গোটা দেশ। আইএমডি-র আপডেট তেমনই ইঙ্গিত দিচ্ছে‌। নভেম্বরের তিন তারিখ পর্যন্ত দেশজুড়ে চলবে বৃষ্টি। কোথাও কোথাও টানা, কোথাও আবার বিক্ষিপ্ত ভাবে। সেই কারণেই দেশের পাঁচ রাজ্যে বৃষ্টি নিয়ে সতর্কতা জারি দিল্লির কেন্দ্রীয় আবহাওয়া দফতরের। দিওয়ালির মুখে সেই আপডেট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লাক্ষাদ্বীপের পাশাপাশি কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কনিকলে বৃষ্টি চলবে পাঁচ দিন। ফলে জনজীবন বিপর্যস্ত হতে পারে। আর, নভেম্বরের শুরু থেকে হিমাচল প্রদেশে বরফ পড়ার সম্ভাবনা। মোট কথা রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলছে চলবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version