Bangla Click: আপনার নিজের গল্প নিয়ে আসছে বাংলা ক্লিক, শুনতে পাবেন মনের কথা

।। প্রথম কলকাতা ।।

Bangla Click: অপেক্ষার অবসান, আপনার নিজের গল্প নিয়ে আসছে ‘বাংলা ক্লিক’, শুনতে পাবেন আপনার মনের কথা। অন্য কোন গল্প নয়, প্রতি ক্লিকে খুঁজে পাবেন নিজেকে। পয়লা বৈশাখে (১৪৩০) ‘প্রথম কলকাতা’র নতুন ভিডিও এপিসোড পেজ ‘বাংলা ক্লিক’ আপনাদের জন্য আনছে দুর্দান্ত উপহার। সময় যত বদলায়, তার মধ্যে মানুষও বদলায়। বদলে যায় অনেক কিছু। কত নিয়ম ভাঙে, কত নিয়ম গড়ে। ভাঙা গড়ার মধ্যে অটুট থাকে অতীত ঘেরা কত স্মৃতি। সেই স্মৃতি রোমন্থন থেকে শুরু করে বাস্তব পরিবেশ, সবই পাবেন বাংলা ক্লিকে।

সমাজে ঘটে চলা একের পর এক ঘটনার সাক্ষী আপনারা। কোন না কোন ভাবে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। অন্যদিকে পেয়েছেন সাফল্য। নিত্যদিন ঘটে চলা সমাজের কাহিনী অর্থাৎ আমার আপনার গল্প নিয়ে আসছে বাংলা ক্লিক। আপনার ভাবনায় ভাবিত হয় যেমন আপনার মন, ঠিক তেমনি অভিনয়ের ভাবনার সঙ্গে আপনার মিল কতটা? সঠিকভাবে এই সমাজে বেঁচে থাকাতে কি করবেন? কিভাবে প্রতিটা মানুষ জীবনের পরতে পরতে ঘুরে দাঁড়ায়? সেই গল্পের ডালি নিয়ে আসছে বাংলা ক্লিক। এই পেজের প্রত্যেকটি ক্লিকে পাবেন সাবলীল অভিনয়, যার হাত ধরে পৌঁছে যাবেন আপনার মনের জগতে, কান পাতলেন শুনতে পাবেন নিজের কথা। সারাদিনের ঝুড়িঝুড়ি ব্যস্ত কাজের মাঝে দিলখোলা আড্ডার ফুসরত কই! মানুষ নিজেকে নিয়ে ভাবতেই ভুলতে বসেছে। সেই জায়গায় ভিন্ন ভিন্ন মানুষের কথা বাস্তবতার মোড়কে তুলে ধরবে বাংলা ক্লিক। নববর্ষ থেকে শুরু হল নতুন পথচলা। যেখানে মিল পাবেন আপনার অভিজ্ঞতার সঙ্গে। নতুন বছর শুরু করুন একটু অন্যরকম ভাবে। বাংলা ক্লিকের সঙ্গে। সারাদিনের হাজারো কাজের ভিড়ে একরাশ একাকীত্ব দূর করতে আপনার বন্ধু হবে বাংলা ক্লিক। যেখানে আদ্যোপান্ত চেনা আবেগের ছকে ছুঁতে পারবেন নিজেকে। টিভির পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যায় অন্যের কথা, অন্যের কাহিনী। সেখানে নিজের মনের কথা শুনতে পেলে মন্দ হবে না। বাংলা ক্লিক আসছে আপনার জন্য, আপনার কথা শুনবে এবং শোনাবে। নববর্ষে আপনার নতুন বন্ধু বাংলা ক্লিক।

‘বাংলা ক্লিক’ এর এই পথ চলা আপনাদের ভালবাসা ছাড়া একেবারেই অসম্ভব। পাশে থাকবেন, ভালোবাসবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version