Amit Shah: চব্বিশের নির্বাচনের আগে বঙ্গে শাহ, লোকসভার রণনীতি নিয়ে দফায় দফায় হবে বৈঠক!

।। প্রথম কলকাতা ।।

Amit Shah: বঙ্গে বেজে গিয়েছে লোকসভা ভোটার দামামা। বছর ঘুরলেই চব্বিশের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আবহেই দু’‌দিনের সফরে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মসূচি নিয়েই তাঁর এই সফর। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই অমিত শাহের এই সফর বলে খবর মিলেছে। এর আগে বঙ্গে এসে এখান থেকে ৩৫টি আসনে জয় চাই বলে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। মনে করা হচ্ছে, এবার কোন পথে লড়াই হবে সেটা রাজ্য নেতাদের সঙ্গে আলোচনায় নির্দেশ দিতে পারেন শাহ। বঙ্গে মোদী-শাহ এর আসার যে হাওয়া সেই আশা কতটা কাজে দেবে সেটা সময়ের অপেক্ষা। তবে তৃণমূল নেতা কর্মীদের কথায় , অমিত শাহ-নরেন্দ্র মোদিরা একুশের ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। তার পরও তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁরা সংযোজন করে এও বলতে শোনা যায়, এঁরা যতবার আসবেন, ততবার বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে- নো ভোট টু বিজেপি।’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেখানে জাতীয় স্তরে লোকসভা ভোটের ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। এ বার রাজ্যে এসে তা নিয়েই আলোচনা করতে পারেন শাহ। এবারের নির্বাচনে কোন পথে লড়াই হবে সে ব্যাপারে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা এবং নির্দেশ দিতে পারেন শাহ। বাংলায় ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। ১৯ শের নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি। বিজেপি সূত্রে খবর মিলেছে, ১৯ এর লোকসভায় বিজেপি যে আসনগুলোতে হেরেছে, সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টে করে আসন পিছু নিয়োগ করা হয়েছে একজন স্পেশাল অবজার্ভার।

নতুন বছরে লোকসভা নির্বাচন। হাতে আর কয়েকটা মাস বাকি। বর্ষশেষের ঠিক আগে বাংলায় ফের আসছেন অমিত শাহ। শাহের দুদিনের বঙ্গ সফরে কী কী কর্মসূচি নেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক ..আনন্দবাজার পত্রিকা সূত্রে যে তথ্য মিলেছে সেটি হল, আজ রাত পৌনে ১২টা নাগাদ কলকাতায় আসার কথা অমিত শাহের। তিনি রাতে থাকবেন নিউ টাউনের হোটেলে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে যাবেন গুরুদ্বার শিখ সঙ্গতে। সেখান থেকে সোজা কালীঘাট মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার পর নিদিষ্ট হোটলেই রাজ্য নেতৃত্বের সঙ্গে হবে অমিত শাহের বৈঠক। সেখান থেকে যাবেন জাতীয় গ্রন্থাগারে। সেখানে বিজেপির জেলাস্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা। এর পরে হোটেলে আরও একটি বৈঠক করার কথা। বিজেপি সূত্রে জানা গিয়েছে সন্ধ্যার বৈঠকে শাহ রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বসতে পারেন। এর পরে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ কলকাতা ছাড়তে পারেন শাহ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version