।। প্রথম কলকাতা ।।
Bagdogra Airport: রাজ্য সরকারের দেওয়া জমি এবং কেন্দ্র সরকারের টাকায় বাগডোগরা বিমানবন্দরকে নব কলেবরে সাজিয়ে তোলা হচ্ছে। এই বিমানবন্দরটিতে বর্তমানে আধুনিকীকরণের কাজ চলছে। ইঞ্জিনিয়াররা নকশা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। বিগত প্রায় মাস খানিক ধরে বাগডোগরা বিমানবন্দরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গের এই বিমানবন্দরকে আরও উন্নত করে তোলার জন্য চলতি বছরের মার্চ মাসে রাজ্য সরকার জমি দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে।
অন্যদিকে বাগডোগরা বিমানবন্দরের এই কাজের জন্য কেন্দ্রের তরফ থেকে ১৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অবসরপ্রাপ্ত প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং। প্রথমে যদিও কেন্দ্রের তরফ থেকে বাগডোগরা বিমানবন্দরের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৩০০ কোটি টাকা। কিন্তু তারপর এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়। ১৩০০ কোটি টাকা খরচ করা হবে বাগডোগরা বিমানবন্দরের যাত্রী পরিষেবায় প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নতি এবং সৌন্দর্যায়নের খাতে। বাকি টাকা কাজে লাগানো হবে হেলিকপ্টার সার্ভিস এর জন্য।
এবার বাগডোগরা বিমানবন্দরে শুধু বিমান পরিষেবা নয় পূর্ণাঙ্গ হেলিকপ্টার সার্ভিস মিলতে চলেছে। যার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালু রয়েছে। কিছুদিন পূর্বে এই বিমানবন্দর থেকে দার্জিলিং মিরিক এবং কার্শিয়াং হয়ে হেলিকপ্টার সার্ভিসের পরীক্ষা করা হয়। জানা গিয়েছে বিমানবন্দরে একটি আলাদা জায়গা তৈরি করা হবে। যেখানে যাত্রীরা হেলিকপ্টারে চড়তে পারবেন এবং যাতায়াতের পথ আরও উন্নত হবে। যদিও এই হেলিকপ্টার সার্ভিসটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের বিমান পরিবহন প্রতি মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের এই নিয়ে আলোচনা চলছে। যাতে হেলিকপ্টার পরিষেবা আরও বাড়ানো যায়।
বর্তমানে বাগডোগরা থেকে দিনে প্রায় ৫০ টি বিমান ওঠানামা করেছে। গড়ে এই বিমানবন্দরে যাত্রীর সংখ্যা থাকে প্রায় আট হাজার। তাই যাত্রীদের চাহিদা অনুযায়ী যদি সঠিক পরিকাঠামো দিয়ে বাগডোগরা বিমানবন্দরকে সাজানো যায় তাহলে বিমানের সংখ্যা এবং যাত্রী সংখ্যা দুই-ই বাড়ানো সম্ভব হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম