।। প্রথম কলকাতা ।।
Babul Supriyo Hospitalized: একাধারে গায়ক এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) অসুস্থতার কারণে ভর্তি হাসপাতালে। বুকে তীব্র (Chest Pain) যন্ত্রণা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করার পর রিপোর্টে করোনারি আর্টারিতে কিছু সমস্যা রয়েছে বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, বাবুল সুপ্রিয়র হার্ট অ্যাটাক (Heart Attack) হয়নি। তবে কিছু সমস্যা রয়েছে। যদিও বর্তমানে স্থিতিশীল রয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী (Tourism Minister) ।
হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করার পরেই ইসিজি করা হয়। পরবর্তীতে করা হয় ইকো কার্ডিওগ্রাফি। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সরোজ মণ্ডল বর্তমানে তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। তাদের তরফ থেকে জানানো হয়েছে রিপোর্টে বাবুল সুপ্রিয়র করোনারি আর্টারিতে সমস্যা ধরা পড়েছে। কিন্তু এই মুহূর্তে কোনরকম সার্জারি করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ওষুধের উপরেই চিকিৎসা চলবে তাঁর। আপাতত তিনি হাসপাতালেই রয়েছেন।
হাসপাতালে তরফ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যা বেলা থেকে শরীরে অস্বস্তি বোধ করছিলেন তিনি। আর তারপর থেকেই বুকে ব্যথা শুরু হয় তাঁর। পরবর্তীতে তাকে উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। করা হয় হার্ট সংক্রান্ত একাধিক পরীক্ষা। অ্যাঞ্জিওগ্রাফি, ইসিজির মতো পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাঁর হার্টে যথাযথ ভাবে রক্ত ও অক্সিজেন সরবরাহ হচ্ছে না। তাই বুকে যন্ত্রণা এবং অতিরিক্ত ঘামের সমস্যা দেখা গিয়েছিল। পরিবারের তরফ থেকে কোনরকম ঝুঁকি না নিয়ে তাকে সোজা নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসকরা যেহেতু মনে করছেন এই মুহূর্তে তাঁর কোনরকম সার্জারির প্রয়োজন নেই , কাজেই প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম