Rajasthan CM: রাজস্থান মুখ্যমন্ত্রী হচ্ছেন বাবা বালকনাথই! যোগী আদিত্যনাথ নামলেন আসরে, কোথায় দুর্বলতা বাবার ?

।। প্রথম কলকাতা ।।

Rajasthan CM: বাবা বালকনাথই কি তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী? মোদীর সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ বালকনাথের অতি ঘনিষ্ঠ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এফেক্ট হতে পারে জোরদার। বসুন্ধরা রাজে তড়িঘড়ি দিল্লি গেছিলেন না কী হল তার? রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বাড়ছে কিন্তু শেষপর্যন্ত কি বালকনাথেই ভরসা রাখবেন বিজেপির হাই কমান্ড? রাজস্থানে কুর্সির খেলা এখনও বাকী কেন বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? কুর্সি একটা কিন্তু দাবিদার বাড়ছে হু হু করে। এখন কেন হঠাৎ করে মোদীর সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ? বালকনাথের হয়ে কী মোদীকে কোনও সুপারিশ? বাবা বালকনাথ সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এদিকে বুধবারই রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন। সেখান তিনি কী বললেন তাতে কী জানানো হল সেই কথা একেবারেই প্রকাশ্যে আসেনি।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন মোদী-শাহ-নাড্ডার মধ্যে কী আলোচনা হয় সেকথা দেওয়ালও জানতে পারে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কৌতুহল বাড়ছে। এখন প্রশ্ন হল যাদের নাম মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জন্য রয়েছে তাদের এই কুর্সি সামলানোর অভিজ্ঞতা কতটা রয়েছে? সূত্রের খবর রাজস্থানের জন্য এবার নতুন মুখকেই বাঁচতেপারেন বিজেপির হাইকমান্ড। বিশেষজ্ঞদের দাবি মুখ্যমন্ত্রী পদের দাবিদার বসুন্ধরা রাজের সরকার চালানোর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তার সমর্থন বহু বিধায়কও রয়েছে। তবে এনার দুর্বলতা বলতে রয়েছে দলের মধ্যে তাঁকে ঘিরে ক্ষোভ এবং মোদী-শাহের সঙ্গে দুরত্ব। এছাড়াও রাজের বয়স বাড়ছে সেটাও ম্যাটার। এদিকে বাবা বালকনাথের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট হল যোগী ভাবমূর্তি। যা হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে তার জনপ্রিয়তা বাড়িয়েছে মরু রাজ্যে। বালকনাথের দুর্বলতা বলতে সরকার চালানোর কোনও অভিজ্ঞতা তার নেই।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতও রয়েছে এই কুর্সির দাবিদার। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে  তাঁর। মোদী-শাহের কাছে এটাই তাকে এগিয়ে রেখেছে অনেকটা। তবে দুর্বলতা হিসেবে প্রশাসনিক কাছে অনভিজ্ঞতা এবং শুধু রাজপুত বর্গের সমর্থন তাকে দুর্বল করেছে। এছাড়াও রয়েছেন জয়পুরের রাজকুমারি দিয়া কুমারি যিনি অমিত শাহের ঘনিষ্ঠ বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। এবার দেখার বিজেপির হাইকমান্ড কাকে রাজস্থানের মু্খ্যমন্ত্রী পদে বসান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version