First Airplane In Ayodhya Airport: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে গ্র্যান্ড আয়োজন, নামবে বিমান! প্রকাশ্যে দিনক্ষণ

।। প্রথম কলকাতা ।।

First Airplane In Ayodhya Airport: আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। দেশবাসীর জন্যরাম মন্দির উদ্বোধনের আগে আরও বড় চমক অপেক্ষা করছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অযোধ্যায় শ্রীরাম বিমানবন্দর তৈরির কাজ। জানা যাচ্ছে, অযোধ্যায় শ্রীরাম বিমানবন্দরের দরজা খুলে যাবে মন্দির উদ্বোধনের আগে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর। আর এই দিনেই অযোধ্যায় বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার থেকে চলবে অযোধ্যা-দিল্লি বিমান। ইন্ডিগো সংস্থা সূত্রে খবর মিলেছে, আগামী ৩০ সে ডিসেম্বর দিল্লি থেকে অযোধ্যায় উড়বে প্রথম বিমান। আগামী ৬ই জানুয়ারি থেকে অযোধ্যার জন্য বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু করা হবে।

উল্লেখ্য, রামমন্দিরের আদলে তৈরি করা হয়েছে বিমানবন্দরটি। তৈরি হয়েছে সীমানা। বসানো হয়েছে এটিসি মেশিন। বিমানবন্দরের ভবনটি নির্মিত হয়েছে প্রায় ৮ হাজার বর্গমিটার জায়গার উপর। এটি উত্তরপ্রদেশের চতুর্থ বিমানবন্দর হবে। দিবারাত্রি পরিষেবা দেবে এই বিমানবন্দরটি। খবর মিলেছে,ইন্ডিগোর ফ্লাইট নিয়মিত চলাচল করবে ১০ জানুয়ারি থেকে। উড়ান চালু হবে আহমেদাবাদ এবং অযোধ্যার মধ্যেও। বিমানগুলি আপাতত চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার করে। এমনিতেই যোগীর রাজ্যে আনাগোনা লেগেই থাকে বিদেশি পর্যটকদের। রামমন্দির গড়া হলে সেই যাতায়াত আরও বাড়বে বলে মনে করেছিল প্রশাসন। সেই কারণেই এবার অযোধ্যাতেই তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version