Higher secondary semester: অনুমোদনের অপেক্ষা, আগামী বছর থেকেই চালু হতে পারে উচ্চমাধ্যমিকে সেমিস্টার

।। প্রথম কলকাতা ।।

Higher secondary semester: সরকারি চূড়ান্ত অনুমোদন মিললে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হতে পারে সেমিস্টার। এক্ষেত্রে সর্বভারতীয় বিভিন্ন বোর্ড এবং জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সমন্বয় রেখে এগোতে চায় রাজ্য।

উচ্চশিক্ষায়সেমিস্টারপদ্ধতি চালু হয়েছে বেশ কয়েক বছর আগেই। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর জুড়ে দিয়ে সেমিস্টার পদ্ধতি চালুর সুপারিশ রয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর নির্যাস নিয়ে রাজ্যের প্রেক্ষিতে নীতি প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বিশেষ কমিটিকে। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা তথা শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী। ওই কমিটির জমা দেওয়া খসড়া রিপোর্টে রয়েছে সেমিস্টারের বিষয়টি।

জাতীয় শিক্ষানীতির কিছু পরিমার্জন ও সংশোধন করেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নিযুক্ত বিশেষ কমিটি। তা খসড়া আকারে জমা পড়েছে সরকারের কাছে। তাতেই পরীক্ষা পদ্ধতিতে বদল আনার সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে প্রস্তুত রয়েছে। সব ঠিক থাকলে ২০২৩ সালে একাদশ শ্রেণীতে ওঠা পড়ুয়ারা সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা দেবেন। একই কারণে উচ্চমাধ্যমিকে কিছু বিষয়েও এমআরসিটও চালু হতে পারে বলে সূত্রের খবর।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version